ইমন মাহমুদ, ভৈরব: [২] কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর থেকে মানিক মিয়া (৫২) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
[৩] ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমের জানতে পারি নরসিংদীর জেলখানা থেকে পালিয়ে আসা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ভৈরবের শ্রীনগর গ্রামে অবস্থান করছে। পরে তার আত্মীয়ের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে নরসিংদী পুলিশের হাতে সোপর্দ করা হবে।
[৪] এর আগে, গত শুক্রবার (১৯ জুলাই) নরসিংদীর জেলখানায় আগুন দেত্তয়ার পর পালিয়ে আসে সে।
[৫] পুলিশ জানায়, শুক্রবার নরসিংদীর জেলখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় জেলখানা ভেঙে ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি জেল খানা থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে মাদক মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত মানিক মিয়া পালিয়ে ভৈরবের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এসে তার আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নেয়।
প্রতিনিধি/একে