শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০২:০০ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ইয়াবাসহ দেবর-ভাবি, গাঁজাসহ বাবা-ছেলে আটক

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুরে এক হাজার পিস ইয়াবাসহ দেবর-ভাবি এবং দুই কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। 

[৩] বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

[৪] এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের বড়বল্লভপুর এলাকা থেকে ইয়াবাসহ বিবি আয়েশা লিপি ও তার দেবর সাজ্জাদুর রহমান পিয়ালকে আকট করা হয়। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

[৫] গ্রেপ্তার লিপি নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের আশিকুর রহমান পিয়াসের স্ত্রী ও পিয়াল একই এলাকার হেলাল উদ্দিন মোল্লার ছেলে। লিপি স্বামী পিয়াসকে মামলাটিতে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছে।

[৬] এদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২ কেজি গাঁজাসহ চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর চন্দ্রগঞ্জ বাজার এলাকা থেকে নুরুল আমিন প্রকাশ নুর আলম ও তার ছেলে রহমত উল্যাকে গ্রেফতার করে পুলিশ। তারা নোয়াখালীর চাটখিল উপজেলার সংকরপুর খিলপাড়া এলাকার বাসিন্দা।

[৭] পুলিশ জানায়, লিপি ও পিয়াল ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল অবস্থান করছিল। অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তখন তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপরদিকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নুর আলম ও তার ছেলে রহমত উল্যা ঘটনাস্থল অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

[৮] চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়