শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

এস এম সালাহউদ্দীন, আনোয়ারা: [২] চট্টগ্রামের আনোয়ারায় মো. জালাল (৩৭) নামে এক মাছব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মনুমিয়া দীঘির সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

[৩] নিহত মো. জালাল আনোয়ারা থানার ১১ নম্বর ইউনিয়নের জুইদন্ডী গ্রামের মৃত আলতাফ মুন্সীর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুসারী বলে জানা যায়। 

[৪] জালালের ব্যবসায়িক অংশীদার ৬ নং ওয়ার্ডের চৌকিদার মো. মহিউদ্দিন  বলেন, ‘আমি এবং জালাল ভাই পার্টনারে মাছ ব্যবসা করি। আমরা সকালে কালাবিবির দীঘির আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিলাম। এর মধ্যে মনু মিয়ার দীঘির সামনে পৌঁছালে জুঁইদন্ডী এলাকার সৈয়দের ছেলে মোক্তার হোসেন, বদরুজ্জামানের ছেলে নুর হোসেন, জাকির ও বোরহানসহ আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি আমাদের গাড়িটি আটকায়। এ সময় জালাল গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে চাইলে তারা জালালকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। 

[৫] পূর্ব বিরোধের কারণে এই হত্যাকাণ্ড জানিয়ে তিনি বলেন রাজনৈতিক দ্বন্দ্ব ছিল পূর্বের। যাওয়ার সময় হত্যাকারীরা আমাদের বলে গাড়ি থেকে নামলে তোদেরও কোপাব। 

[৬] চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সকাল ৭টার দিকে মো. জালাল নামে একজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

[৭] পুলিশ জানায়, নিহত জালালের সঙ্গে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘসময় প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

[৮] আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, ঘটনার পর পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়