শিরোনাম
◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ◈ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্ন ফাঁসকাণ্ডে গ্রেপ্তার খলিলের খুলনার পৈত্রিক ভিটায় উঠছে বাড়ি, ঢাকায় ফ্ল্যাট

জাফর ইকবাল, খুলনা: [২] প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান খুলনা নগরীর রায়েরমহল এলাকায় পৈত্রিক জমিতে সম্প্রতি একতলা বাড়ি করেছেন। বাড়িটিতে কক্ষ রয়েছে ৪টি। এছাড়া ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

[৩] স্থানীয়রা জানান, রায়েরমহল খালপাড়ে খলিলুর রহমানের বাবা নিজাম উদ্দিন গাজীর ১৫ শতক জমিতে ৪ কক্ষের একতলা একটি ভবন ছিল। ওই জমিতে সম্প্রতি খলিলুর রহমান ৪ কক্ষ বিশিষ্ট একতলা একটি বাড়ি করেছেন। ওই বাড়িটিতে কেউ থাকে না, বাড়িটি ভাড়া দেয়ার প্রস্তুতি চলছে।

[৪] খলিলের মা রোকসানা বেগম জানান, খলিল ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছে। তিনি ২/৩ বার সেই ফ্লাটে গিয়েছেন। তবে ঢাকার কোনো এলাকায় তা তিনি জানাতে পারেননি। এছাড়া অন্য কোথাও তার কোনো সম্পত্তি নেই বলে দাবি করেন তিনি। তিনি জানান, বর্তমানে তারা যে বাড়িটিতে থাকেন সেটি তার খলিলের বাবা কয়েক বছর আগে তৈরি করেছিলেন।

[৫] স্থানীয়দের ধারণা, খলিল যে বাড়িটি তৈরি করেছে তাতে অন্তত ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

[৬] খলিলের শ্বশুরবাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামে। তবে সেখানে খোঁজ নিয়ে খলিলের কোনো সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি।

[৭] স্থানীয় লোকজন ও খলিলের পরিবারের সদস্যরা জানান, খলিলের বাবা নিজাম উদ্দিন গাজী পিএসসিতে অফিস সহায়ক পদে চাকরি করতেন। পোষ্য কোটায় ২০০৮ সালের দিকে পিএসসিতে অফিস সহায়ক পদে খলিলের চাকরি হয়। পরের বছর পোষ্য কোটায় পিএসসিতে নিরাপত্তা প্রহরী পদে খলিলের বড় ভাই হাবিবুর রহমানেরও চাকরি হয়।

[৮] খলিলের ভাবি ফাতেমা বেগম জানান, খলিল ৫ থেকে ৬ বছর আগে বিয়ে করে। তার কোনো সন্তান নেই। ঈদের সময় খলিল বাড়িতে আসে। এছাড়া তেমন একটা বাড়িতে আসে না।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়