শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় শিশু হত্যার অভিযোগ সৎমায়ের বিরুদ্ধে

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লার দেবিদ্বারে খাবার চাওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। 

[৩] নিহত শিশুটির নাম মো. আব্দুল্লাহ (৭)। সে ইউসুফপুর পশ্চিমপাড়ার আমান উল্লাহর ছেলে এবং ইসুফপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া। 

[৩] স্থানীয়রা জানায়, তিন বছর আগে আব্দুল্লাহর মা তাকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলে তার বাবা আমান উল্লাহ লিজা আক্তারকে বিয়ে করে। দ্বিতীয় সংসারে তাদের দুই বছরের একটি ছেলে সন্তান আছে। লিজা তার সৎ ছেলে আব্দুল্লাহকে সহ্য করতে পারতো না। আব্দুল্লাহ সকাল থেকে খাবারের জন্য তাকে বারবার তাগাদা দেওয়ায় বিরক্ত হয়ে লিজা তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে।

[৪] পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থল থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার এবং সৎমা লিজা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। 

[৫] ইউসুফপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোসলেম উদ্দিন বলেন, শিশুটিকে হত্যার বিষয় আমি গ্রামের লোকজনের মুখে শুনে ঘটনাস্থলে যাই। ওখানে গিয়ে দেখি আব্দুল্লাহর মরদেহ উঠানে পরে আছে। তার গলায় কয়েকটি দাগ দেখা গেছে। ধারণা করা যায় ছেলেটিকে ফাঁস লাগিয়ে হত্যা করেছে।

[৬] দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, নিহত আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আমান উল্লাহ বাদী হয়ে স্ত্রী লিজার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লিজা আক্তার থানা হেফাজতে আছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়