শিরোনাম
◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ, কিশোর আটক 

আবুল কালাম আজাদ, নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে । গুরুতর অবস্থায় উদ্ধার করে শিশুটিকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনাটি ঘটেছে, নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পাটোয়ার উত্তর পাড়া জামে মসজিদের ইমামের কক্ষে।  

জানা যায়, হেসাখাল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের পাটোয়ার উত্তর পাড়া জামে মসজিদে কিছুদিন  আগে একই ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের রবিন (১৬) কে মোয়াজ্জেম হিসাবে রাখেন স্থানীয় এলাকাবাসী।

তারই সুবাধে আজ বুধবার (১০ জুলাই) পাটোয়ার উত্তর পাড়া ইমান হোসেনের মেয়ে শিশু জান্নাতুল ফেরদাউস আফরিন (৬) খেলার ছলে সন্ধ্যা ৬ টায় মসজিদের সামনে আসলে মসজিদের মোয়াজ্জেন কৌসলে তার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে শিশু জান্নাতুল ফেরদাউস আফরিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং ধর্ষণকারী রবিনকে আটক করে।

শিশু আফরিনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত ডাক্তার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । পরে খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ এসে ধর্ষণকারী রবিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে নাঙ্গলকোট অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, শিশু আফরিন উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়