শিরোনাম
◈ সদ্য শপথ গ্রহণ করা উপদেষ্টা ফারুকীকে অপসারণের দাবিতে জাবিতে বিক্ষোভ ◈ এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন : আসিফ নজরুল ◈ শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে : সার্জিস আলম ◈ ঘুষের ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা সেই এসআই ক্লোজড (ভিডিও) ◈ জয় বাংলা স্লোগান দেয়ায় গুলিস্তানে এক নারীকে মারধর, উদ্ধার করল পুলিশ (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন খোদাবক্স চৌধুরী ◈ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৫০ জন গ্রেপ্তার ◈ ৫ বছর বয়সী শিশু মুনতাহা হত্যাকাণ্ড: নেপথ্যে গৃহশিক্ষিকা নাকি অন্য কোনো কারণ? ◈ বাংলাদেশিরা না যাওয়ায় ৭০ শতাংশ কমেছে কলকাতার হোটেল-দোকানের ব্যবসা ◈ চলতি মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে তরুনীকে ধর্ষণ, মামলা

প্রতীকী ছবি

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] জেলার আড়াইহাজারে বৃষ্টির সময় কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক তরুণীকে (১৪) ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে শনিবার (৬ জুলাই) আড়াইহাজার থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

[৩] এর আগে গত মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই ঘটনা ঘটে।

[৪] জানা গেছে, রামচন্দ্রদী গ্রামের ওই তরুণীকে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি থাকার সুযোগে কথা আছে বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডেকে রামচন্দ্রদী এলাকায় সরকারী আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিয়ে যায় একই গ্রামের জজ মিয়ার ছেলে সফর আলী ওরফে লেংটা (২০) ও তার সহাযোগি আশ্রয়ণ পকল্পের ওই ঘরের মালিক জাহাঙ্গীরের ছেলে অলি (১৯)। ওই ঘরে ডেকে নেয়ার পর অলির সহযোগিতায় সফর আলী ওরফে লেংটা তাকে ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি গোপন রাখার জন্য চাপ প্রয়োগ করে ধর্ষিতাকে বের করে দেয় ধর্ষক ও তার সহযোগী। ধর্ষিতা বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে তার মায়ের কাছে খুলে বলে।

[৫] এদিকে এ ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা চালায় এলাকার কতিপয় মাতাব্বর। তারা স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার জন্য কাল ক্ষেপন করে। পরে তারা ধর্ষিতার পরিবারকে ৫০ হাজার টাকা দেয়ার জন্য প্রস্তাব দেন। কিন্তু ধর্ষিতার মা তাতে রাজী না হয়ে শনিবার আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

[৬] গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান জানান, মামলা গ্রহণের পর থেকে আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
-- End Load More Article - // Open popup after a delay }, 2000); // 2-second delay // Close popup function