শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভবিষ্যতে কাজের আশ্বাস জাপান রাষ্ট্রদূতের ◈ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি ◈ অবৈধ টাকায় ভোগ-বিলাস এখন ফ্যাশন, এর উৎস কেউ জানতে চায় না: প্রধান বিচারপতি ◈ আগের কোটা আন্দোলনের ৩১ নেতা বিসিএসে উত্তীর্ণ হতে পারেনি: ওবায়দুল কাদের  ◈ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ আলী ও তার ছেলেসহ গ্রেপ্তার ১৭  ◈ নরসিংদীর রেললাইনে ৫ জনের  ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, দেখতে গিয়ে আরেকজনের মৃত্যু ◈ ‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কোটা আন্দোলনকারীদের ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন ◈ রথযাত্রায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের ◈ বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ১০:৫৫ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে এবার স্কুলশিক্ষক অপহরণ: ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে এবার রবিউল আলম নামের এক স্কুলশিক্ষক অপহরণের শিকার হয়েছেন।

[৩] শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার দিকে বাড়ি ফেরার পথে টমটমের গতি রোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা।

[৪] অপহৃত রবিউল আলম উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

[৫] অপহৃত রবিউল আলমের স্ত্রী বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আমার স্বামীর মুঠোফোন নম্বর থেকে কল দিয়ে নিজেদের অপহরণকারী পরিচয় দিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি এত টাকা কোথায় পাব! আমার স্বামী অল্প টাকার বেতনে চাকরি করেন। আমরা পুলিশকে জানিয়েছি এবং একটি অভিযোগ দিয়েছি।

[৬] এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এক শিক্ষককে অপহরণ করেছে এমন একটি অভিযোগ পেয়েছি। আমরা উদ্ধারের চেষ্টা করছি।

[৭] পুলিশের তথ্য সূত্রে জানা যায়, গত এক বছরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১৭ জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের বলছে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়