শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৩ জুন, ২০২৪, ১১:২০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৪, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি আনার হত্যাকাণ্ড, দায় স্বীকার করেছেন শিলাস্তি রহমান 

সুজন কৈরী: [২] ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় জবানবন্দি দিয়েছেন আসামি শিলাস্তি রহমান। সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা ডিবি। 

[৩] এরপর ১৬৪ ধারায় জবানবন্দি দেন শিলাস্তি। এই হত্যাকাণ্ডে জড়িত ও নেপালে গ্রেপ্তার আরেক আসামি সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। পুলিশের করা আবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত পরোয়ানা জারি করেন। 

[৪] তবে নেপালে গ্রেপ্তার সিয়ামকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইলেও সেটি সম্ভব হয়নি। নেপালের ইন্টারপোল শাখা পুলিশ তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

[৫] আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় সোমবার দুপুরে শিলাস্তি রহমানকে আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা ডিবি। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তার জবানবন্দি রেকর্ড হয়। জবানবন্দিতে শিলাস্তি রহমান নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটে ওঠার কথা স্বীকার করেছেন। 

[৬] তিনি বলেন, ফ্ল্যাট ভাড়া নেয়ার নথিপত্রে তাকে আক্তারুজ্জামান শাহীনের স্ত্রী হিসাবে পরিচয় দেয়া হয়েছে। ঘটনার দিন তিনি জানতে যে ওই ফ্ল্যাটে ঝিনাইদহের এমপি আনার আসবেন। তাকে খুশি করানোর কথা ছিল। বিভিন্ন সময়ে এ ধরনের কাজ তাকে করতে হয়। সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটটি ট্রিপলেক্স ছিল। 

[৭] তিন তলা ফ্ল্যাটের যে ফ্লোরে তিনি ঢুকেছিলেন, ওই ফ্লোরে এমপি সাহেব আসেননি। তাই তাকে কারা হত্যা করেছে বা লাশ কিভাবে গুম করেছে-এ বিষয়ে তিনি কিছুই জানেন না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়