শিরোনাম

প্রকাশিত : ১৯ মে, ২০২৪, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৪, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ীকে চোর আখ্যা দিয়ে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুরে চোর আখ্যা দিয়ে ব্যবসায়ীকে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[৩] গতকাল শনিবার রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ পোদ্দার বাজার ক্যাম্প পুলিশের সহযোগীতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

[৪] আটকরা হলেন- বশিকপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ঊশিয়ার কান্দি গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে আব্দুর রহিম (৫০), তার বড় ভাই আবুল কালাম আজাদ বাবুল (৫৫) এবং নন্দী গ্রামের আমির হোসেনের ছেলে শরাফত উল্যাহ শরীফ(৩৫)। 

[৫] নির্যাতিত ব্যবসায়ী মো. ফারুক হোসেনের ছেলে মহিন উদ্দিনের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

[৬] চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনায় জড়িত বাকীদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

[৭] জানা যায়, গতকাল শনিবার সকালে নোয়াখালী জেলার ৩নং পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের ব্যবসায়ী ও দক্ষিণ দশ ঘরিয়া গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা, সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে গেলে তাকে কতিপয় ব্যক্তি পেয়াজ চুরির অভিযোগ তুলে আটক করে বিদ্যুতের পিলারের সাথে তিন ঘন্টা বেঁধে রেখে নির্যাতন করে। পরবর্তীতে বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে কথিত সালিশ বৈঠক বসিয়ে তার ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে স্বজনদের হাতে তাকে তুলে দেয়। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়