শিরোনাম
◈ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত করা উচিত: হাইকোর্ট ◈ শেখ হাসিনা ও মঈন ইউসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ◈ এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ ◈ সহিংসতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ অবশেষে কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ ◈ মিয়ানমার নিয়ে বাংলাদেশ-ভারত-চীনের বৈঠক, কার কী স্বার্থ? ◈ কেরানীগঞ্জে ব্যাংকে ‘ডাকাতদল’, এবার অভিযানে সেনাবাহিনী ◈ কিল-ঘুসিতে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতার মৃত্যু ◈ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেয়া ডাকাতদের ২ দাবি ◈ ইতালির কঠোর ভিসা আবেদন প্রক্রিয়ায় ৩৬টি দেশের শীর্ষে বাংলাদেশিরা!

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৪ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যহতি

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় হাদীস বিষয়ে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও কক্ষে দায়িত্বরত ৫ শিক্ষককে সাময়কিভাবে অব্যহতি দেয়া হয়েছে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হাদীস শরীফ বিষয়ে পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- উপজেলার নন্দীখোলা দাখিল মাদারাসার মো. শাহেদ সিয়ান ও কালিকাপুর দাখিল মাদরাসার জিসান মুনসী। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে অব্যহতি দেয়া শিক্ষকরা হলেন- কেন্দ্রের ২ নং কক্ষের শিক্ষক মো. আবুল হোসেন ও আমলন্দ গোলদার এবং ৩ নং কক্ষের শিক্ষক শফিকুর রহমান, মো. ছালেহ আহম্মদ ও মো. রাসেল মিয়া।

কেন্দ্র সচিব ও ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার বলেন, ঘটনার পর পর্যবেক্ষক শিক্ষকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছি।

এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, ঘিলতলী পরীক্ষা কেন্দ্রে দাখিল (হাদীস বিষয়ে) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে আমি বহিষ্কার করেছি। এছাড়া ওই পরীক্ষা কেন্দ্রের দুটি কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক ৫ জন শিক্ষককেও সাময়িক অব্যহতি দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়