শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

বাবুল খাঁন, বান্দরবান: [২] বান্দরবান সেনা জোনের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার দূর্গম ক্যাপলং পাড়া এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। 

[৩] বুধবার (২৮ ফেব্রুয়ারী) ক্যাপলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে এ সকল শিক্ষা সামগ্রী বিতরণ করেন, রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম.এম ইয়াছিন আজিজ। 

[৪] এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালতুয়ারসাং বম,সহকারী শিক্ষক নুচিংঅং মার্মাসহ সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকরা। 

[৫] শিক্ষা সামগ্রী বিতরণকালে মেজর এম.এম ইয়াছিন আজিজ বলেন- শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দূর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহী করে তুলে শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষক নিয়োগ, স্কুল ঘর নির্মাণসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ রোয়াংছড়ি উপজেলার দূর্গম ক্যাপলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

[৬] প্রসঙ্গত: পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি বজায় রাখতে, পাহাড়ে বসবাসরত, সকল জনগোষ্ঠীর মানবিক ও সমাজিক উন্নয়নে রাতদিন সর্বস্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়