শিরোনাম
◈ ‘মেগা বাঁধ’ ঘিরে চীন-দিল্লি উত্তেজনা ◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান (ভিডিও) ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে আইন অমান্য করায় দুই ইটভাটাকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: [২] নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জমিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী এবং সেনবাগ উপজেলা প্রশাসন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

[৩] ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক তানজির তারেক।

[৪] ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর নোয়াখালী উপপরিচালক মিহির লাল সরদার, হিসাবরক্ষক মো. মিজানুর রহমান’সহ সেনবাগ থানার পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

[৫] পরিবেশ অধিদপ্তর নোয়াখালী উপপরিচালক মিহির লাল সরদার বলেন, সেনবাগ পৌরসভার পুবালী ব্রিকস ম্যানুঃ এবং বীজবাগ ইউনিয়নের ভাই ভাই ব্রিকস ম্যানুঃ নামক ইটভাটা দুটিতে মালিকপক্ষ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন অভিযোগ পেয়ে দুপুরে ওই দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

[৬] এসময় আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুবালী ব্রিকস ম্যানুঃ এর মালিকপক্ষকে  ১ লাখ টাকা এবং ভাই ভাই ব্রিকস ম্যানুঃ' এর মালিকপক্ষকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়