শিরোনাম
◈ পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ ◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতি দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে নিখোঁজ যুবকের সন্ধান চায় পরিবার

মো: সোহেল, নোয়াখালী: [২] সদর উপজেলার ০৬নং নোয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া যুবক এমরান হোসেন মিশু (২৩) কে পাঁচ দিনেও খুঁজে পাওয়া যায়নি। ওই যুবকের সন্ধান পেতে আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

[৩] নিখোঁজ যুবক এমরান হোসেন মিশু উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামের কালা হুজুর মোড় এলাকার মনসুর আলী কবিরাজ বাড়ির আবু তাহেরের ছেলে।

[৪] নিখোঁজ যুবকের বাবা আবু তাহের জানান, তাঁর ছেলে এমরান হোসেন মিশু ঢাকার সদরঘাটের একটি খাবার হোটেলে চাকুরি করতো। সেখান থেকে গত ১৫ ফেব্রুয়ারী বাড়িতে বেড়াতে আসে মিশু। এরপর গত ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাঁর ছেলে এমরান হোসেন মিশু নিজ ঘরে মুঠোফোন চার্জ করতে রেখে ঘরের বাহিরে যায়। রাত ৯টা পর্যন্ত মিশু ঘরে ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারী সোমবার বিকাল পর্যন্ত তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।

[৫] এদিকে ছেলের সন্ধান না পেয়ে ২৫ ফেব্রুয়ারী রোববার বিকালে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী অন্তভুক্ত করা হয়েছে। সাধারণ ডায়েরী নং-১৯৩৩। ছেলের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন আবু তাহের। সন্ধানের জন্য যোগাযোগ-০১৭৩১৪১০২১৬।

[৬] সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী অর্ন্তভূক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়