শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:১০ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ ৫ কালোবাজারি আটক

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] টিকেট কালোবাজারির অভয়ারণ্য হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ৫জন চিহ্নিত টিকেট কালোবাজারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে ১২৯ আসনের ৫৯টি টিকেট উদ্ধার করা হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

[৩] এতে বলা হয়, রোববার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে ৫জন চিহ্নিত রেলওয়ে টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি করে আসছে। 

[৪] এসময় তাদের কাছ থেকে নিজের ব্যবহৃত স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ১২৯ টি আসনের ৫৯ টি অনলাইন টিকেট, ৭ টি মোবাইল ফোন এবং টিকেট বিক্রয়ের নগদ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।

[৫] সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর আটককৃত কালোবাজারি ও টিকেটগুলো আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোন পর্যায়ের কালোবাজারির সাথে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়