শিরোনাম
◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ উত্তাল ধানমন্ডি ৩২, ব্যাপক ভাঙচুরের পর বাড়িতে আগুন (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:১০ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ ৫ কালোবাজারি আটক

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] টিকেট কালোবাজারির অভয়ারণ্য হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ৫জন চিহ্নিত টিকেট কালোবাজারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে ১২৯ আসনের ৫৯টি টিকেট উদ্ধার করা হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

[৩] এতে বলা হয়, রোববার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে ৫জন চিহ্নিত রেলওয়ে টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি করে আসছে। 

[৪] এসময় তাদের কাছ থেকে নিজের ব্যবহৃত স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ১২৯ টি আসনের ৫৯ টি অনলাইন টিকেট, ৭ টি মোবাইল ফোন এবং টিকেট বিক্রয়ের নগদ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।

[৫] সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর আটককৃত কালোবাজারি ও টিকেটগুলো আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোন পর্যায়ের কালোবাজারির সাথে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়