শিরোনাম
◈ চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা কত টাকা বেতন পেতেন? ◈ জানলে চমকে যাবেন, সরকারের মেট্রোরেল মেরামতে সাশ্রয় হয়েছে কত টাকা?  ◈ নির্বাচনের সময় নিয়ে সরাসরি কথা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সংস্কার নিয়ে সংলাপের চিন্তা: অগ্রাধিকার পাচ্ছে নির্বাচনি আইন ◈ (১৮ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ফরিদপুরে বাস খাদে পড়ে আহত ৩০, অলৌকিকভাবে উদ্ধার নবজাতক ◈ বাংলাদেশের ওয়ার্ক পারমিট বৈধতা স্থগিত করল ইতালি (ভিডিও) ◈ ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে ◈ হাসিনা সরকার বাইডেন প্রশাসনকে জানিয়েছিল পিটার হাস্‌কে নিয়ে অস্বস্তির কথা ◈ পুলিশের আরও চার কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু, থানায় মামলা

মশিউর রহমান, নাজিরপুর: [২] পিরোজপুরের নাজিরপুরে ইদুর মারার বৈদ্যতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যুর অভিযোগে নাজিরপুর থানায় মামলা হয়েছে।

[৩] মৃত ওই কিশোর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (বারোহাজার) গ্রামের আলমগীর মল্লিকের ছেলে সিয়াম মল্লিক (১২)। 

[৪] গত সোমবার দুপুরে একই এলাকার আশরাফ মল্লিকের ইরিধান ক্ষেতে ঘটনাটি ঘটে।

[৫] এ ঘটনায় ওই রাতেই মৃত কিশোরের মা ইয়াসমিন বেগম বাদী হয়ে আশরাফ মল্লিক ও দিবাকরের নামে নাজিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।

[৬] আশরাফ মল্লিক উপজেলার একই এলাকার মৃত নেছার উদ্দিনের ছেলে এবং একই এলাকার খেজুরতলা গ্রামের দিলিপ সিকদারের ছেলে দিবাকর সিকদার।

[৭] মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টার সময় মৃত সিয়াম মল্লিক মাঠে বেধে রাখা গরু ও ছাগল অন্য জায়গায় বাঁধার উদ্দেশ্যে অন্য যাওয়ার সময় আশরাফ মল্লিকের জমির আইল পর্যন্ত পৌঁছালে বিদ্যুৎ দেওয়া থাকা গুনায় পা আটকে সিয়াম ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। মামলার ১ নং ও ২ নং আসামি ইঁদুর মারার জন্য জমিতে গুনা দিয়ে যে বিদ্যুতের লাইন দিয়েছে তা কাউকেই অবহিত করেননি। আসামিদের অবহেলার কারনে তাদের দেওয়া বিদ্যুৎ সংযোগসহ ইঁদুর মারার অবৈধ ফাঁদের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বাদীর ছেলে মৃত্যুবরণ করেন।

[৮] এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহ্আলম হাওলাদার জানান, এঘটনায় মৃত সিয়ামের মা বাদী হয়ে দুজনার নামে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।  

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়