শিরোনাম
◈ ‘মেগা বাঁধ’ ঘিরে চীন-দিল্লি উত্তেজনা ◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান (ভিডিও) ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:০৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] অস্ত্র মামলায় নাদিম আলী (২১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

[৩] মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

[৪] দণ্ডপ্রাপ্ত নাদিম ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

[৫] মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৮ আগস্ট  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ধোবড়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ  নাদিমকে আটক করে। ঘটনার পরের দিন র‌্যাবের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

[৬] মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো. নুরুন্নবী ওই বছরের ৩০ সেপ্টেম্বর নাদিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

[৭] মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়