শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০১ মে, ২০২২, ০১:২৭ রাত
আপডেট : ০১ মে, ২০২২, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ শিকারে নেই মানা

নিজস্ব প্রতিবেদক: জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ৩০ এপ্রিল মধ্য রাতে। রাত ১২টার পর থেকে ইলিশসহ অন্যান্য মাছ শিকার করতে আরা বাধা নেই জেলেদের।

এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ১ মার্চ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করে। দুই মাসে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দেড় শতাধিক জেলেকে কারাদণ্ড এবং ১ কোটি মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সরেজমিন শহরের পুরাণ বাজার রনাগোয়াল ও সদর উপজেলার ইব্রাহীমপুর এবং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনা নদী উপকূলীয় জেলেপল্লিতে দেখা গেছে জেলেদের ব্যস্ততা। ইলিশ শিকারে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। শেষ সময়ে জাল, নৌকা ও নৌকার ইঞ্জিন মেরামত করছেন। ইলিশ শিকারে কেউ যাবেন সাগরে আবার কেউ পদ্মা-মেঘনায় ছোট নৌকায় ইলিশসহ অন্যান্য মাছ শিকার করবেন।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জাটকা রক্ষার দুই মাসে জলে, স্থলে ও মৎস্য আড়তে ৬শ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৫০জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাছ ধরার নৌকা ও ১২ মেট্টিক টন জাটকা। নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে ১ কোটি মিটার। সঙ্গে অন্যান্য জাল ছিল। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব ঘটনায় দেড় শতাধিক মামলা হয়েছে।

শহরের পুরাণ বাজার রনাগেয়াল এলাকার জেলে শরীফ ও জাফর গাজী বাংলানিউজকে বলেন, দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও ইলিশ পাওয়াটা ভাগ্যের ওপর নির্ভর করে। যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে ইলিশ পাব, না হয় খালি হাতে ফিরে আসতে হবে। তবে আমাদের মাছ শিকার করার সব প্রস্তুতি আছে।  

সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী নদী সংযুক্ত খাল পাড়ে ইলিশ ধরার ব্যাপক প্রস্তুতি জেলেদের। ওই এলাকার জেলে শাহাজাহান ভুঁইয়া, শাহ আলম বেপারী, মো. ফারুক গাজী ও মাসুদ গাজী বাংলানিউজকে বলেন, দুই মাস অনেকটা অবসর সময় কাটিয়েছি। এখন জাল ও নৌকা প্রস্তুত। প্রতি নৌকায় কমপক্ষে ৫ থেকে ১০ জন নিয়ে নদীতে নামা হবে। ভাগ্য থাকরে ইলিশ পাব আশা করছি। না পেলেও নদীতে নাম হয়, কারণ এটাই আমাদের পেশা।

একই এলাকার জেলে নুরুল ইসলাম বলেন, দুই মাস মাছ ধরার বন্ধ থাকায় অন্য কাজ করেছি। এখন ঠেলাগাড়ী করে বালু বহনের কাজ করছি। কারণ সরকার যে ৪০ কেজি করে চাল দেয়, এতে সংসার চলে না। আমাদের কষ্টের বিষয়গুলো সরকারের উপলব্দি করা দরকার। কিভাবে সন্তানদের নিয়ে আমাদের দিন কাটে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, অভয়াশ্রমের দুই মাস মৎস্য বিভাগ, নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও স্থল পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে। অধিকাংশ অভিযান যৌথভাবে ছিল। এর কারণে অন্য বছরের তুলনায় এ বছর জেলেরা একত্রিত হয়ে নদীতে নামতে পারেনি। বিশেষ করে নদী সংযুক্ত খালগুলো জনপ্রতিনিধিদের সহযোগিতায় বন্ধ করে দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের অভিযান সফল হয়েছে এবং টাস্কফোর্সের প্রত্যেকটি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, অভিযানের দুই মাস জেলার নিবন্ধিত ৪৪ হাজার জেলেকে খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হয়েছে। বিকল্প কর্মসংস্থান তৈরির জন্য উপকরণ দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। জেলেদের জীবন-মান উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়