শিরোনাম
◈ কেরানীগঞ্জে দিনদুপুরে রূপালী ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে ডাকাতরা (ভিডিও) ◈ ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরো কমল  ◈ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম মজুমদার (ভিডিও) ◈ আদানি পাওয়ারের কর জালিয়াতি, চুক্তি পর্যালোচনার দাবি অন্তর্বর্তী সরকারের ◈ আমরা বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি : মালয়েশিয় মন্ত্রী ◈ রণক্ষেত্র ভারতের লোকসভা, রাহুলের ‘আঘাতে’ বিজেপির ২ এমপি আহত (ভিডিও) ◈ ইজতেমা ময়দান আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে, থমথমে পরিবেশ ◈ ব্যারিস্টার সুমনের কারাগার থেকে লেখা ২ চিঠি নিয়ে আলোচনা ◈ মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত,  যোগ দিচ্ছেন না খালেদা জিয়া ◈ ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ টিউলিপের বিরুদ্ধে: ডেইলি মেইলের প্রতিবেদন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে পৃথক অভিযানে ১৮৭মণ জাটকা জব্দ

মিজান লিটন, চাঁদপুর: [২] হাইমচর এলাকায় মেঘনা নদীতে এবং শহরের বড় স্টেশন যাত্রীবাহী ট্রেন থেকে পৃথক অভিযানে ৭ হাজার ৫০০ কেজি (১৭৮.৫ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

[৩] শনিবার (২৭ জানুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পৃথক  যৌথ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

[৪] জব্দকৃত জাটকাগুলো পরবর্তীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ ব্যাক্তিদের মাঝে বিতরণ করা হয়।

[৫] সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চরভৈরবী মাছঘাটের উদ্দেশ্যে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ হতে আসা দুটি ট্রলারে থাকা ৫ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।

[৬] এদিকে গোপন সংবাদের  অভিযানে চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর থেকে-চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে বক্সে থাকা ১ হাজার ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়।

[৭] কোস্টগার্ড স্টেশনে এসব জাটকা বিতরণকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আবদুস সাত্তার, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম, চাঁদপুর ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন সহ কোস্টগার্ড সদস্যরা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়