শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ০৮:৫৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে কালবৈশাখীর ছোবল, ব্যাপক ক্ষয় ক্ষতি

খাদেমুল মোরসালিন : [২] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নে তান্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। ঝড়ে শ’ শ’ বাড়ীঘড় ও ফসলী তছনছ হয়েছে। 

[৩] শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি  শুরু হয়ে প্রায় দেড়ঘন্টা ব্যাপি  তান্ডবে লণ্ড-ভণ্ড করেছে শ’ শ’ ঘর বাড়ি । ভেঙ্গে গেছে হাজার হাজার গাছের ডালপালা। 

[৪] উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, ৪২০ হেক্টর ভুট্টা(রবি), ১৫ হেক্টর (খরিপ-১), ১৭৫ হেক্টর বোরো ধান ও ৪৫ হেক্টর শাকসবজি ঝড়ে আক্রান্ত হয়েছে। আগামী ১ সপ্তাহে ক্ষয় ক্ষতি নিরুপন হবে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝড়ে আহত বা নিহতের সংবাদ পাওয়া যায়নি।

[৫] শনিবার সকালে বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি, দক্ষিন দুরাকুটি, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল, ফকিরপাড়া, রাজিব, নিতাই ইউনিয়নের নিতাই কাচারীর বাজার, মুশরুত বেলতলিসহ বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে শুক্রবার মধ্যরাতের কালবৈশাখী ঝড়ের তান্ডবে অসহায় গরীর মানুষের ঘরবাড়ি উড়ে গেছে। আম,কাঁঠাল,লিচুসহ বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙ্গে গেছে। 

[৬] বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের ভুটুটু মিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে  হঠাৎ করে কালবৈশাখীর তান্ডব শুরু হলে আমার পাঁকা বসতঘরের টিনের চালা উড়ে যায়। এবং বাড়ির চারপাশে লিচু,আম,কাঁঠাল গাছগুলো ভেঙ্গে গেছে। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে, ঝড়ে গাছের ডাল উড়ে গিয়ে ১১ হাজার কেভি বৈদ্যুতিক লাইনের উপর ঝুলে রয়েছে। নিতাই ইউনিয়নের কাচারীর হাট গ্রামের আবুল কাশেম বলেন, আমার বাড়ির চারদিকে লাগানো আমগাছ,লিচুগাছ,সুপারিগাছ সহ গ্রামের মানুষের কয়েকশ গাছ ভেঙ্গে গেছে। 

[৭] কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাশেদুজ্জামন জানান, কালবৈশাখী ঝড়ের কারনে কিশোরগঞ্জ তারাগঞ্জ সড়ক, মাগুড়া কিশোরগঞ্জ সড়ক, রংপুর নীলফামারী সড়কের দুপাশে শ’ শ’ গাছের ডালপালা ভেঙ্গে গিয়ে সড়কে পড়েছে। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় আবার কোথাও ফায়ার সার্ভিসের টিম গাছগুলো সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। সম্পাদনা : জেরিন   

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়