শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ০৮:১৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় ঘাসফুল সংগঠনের উদ্যোগে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

মো. বশির উদ্দিন : [২] ঈদকে সামনে রেখে রাজধানী ডেমরার সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "ঘাসফুল সংগঠন"।

[৩] শুক্রবার বাদ মাগরিব বামৈল পশ্চিমপাড়া ঘাসফুল সংগঠনের অফিস প্রাঙ্গণে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

[৪] অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন, দিনমজুর ও রিকশাচালকসহ মোট দেড় শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও প্রায় ৪০ জনের অধিক শিশুর মাঝে ঈদ পোশাক তুলে দেন সংগঠনের সদস্য ও অতিথিরা। ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে হাফ লিটার তেল, এক কেজি করে পোলার চাল,হাফ কেজি চিনি, হাফ কেজি দুধ এবং দুই প্যাকেট করে লাচ্ছা সেমাই দেওয়া হয়।

[৫] ঘাসফুলের সভাপতি নূুর মোহাম্মদ নোমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সালে আহমেদ এর সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন,বামৈল উত্তরের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আবু হানিফ ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ওয়াদুদ মিয়া প্রমুখ।

[৬] সংগঠনের সাধারণ সম্পাদক সালে আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে  সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি।গত দুইটি বছর করোনায় ও ঘাসফুল সংগঠন অসহায়দের পাশে দাড়িয়েছে।ঈদ ইভেন্টের কয়েকটি ধাপ রয়েছে বলে জানান তিনি।

[৭] প্রসঙ্গত, ঘাসফুল একটি অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক অরাজনৈতিক সংগঠন। ২০১৬ সাল থেকে কার্যক্রম শুরু করা এই সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়