শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ০৬:৫৬ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ২২৫২ টি স্থানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

নিনা আফরিন : [২] পটুয়াখালীতে ঈদুল আযহার ২২৫২টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের জামাতের মধ্যে ৫১১টি খোলা ঈদ গাহে এবং ১৭৪১টি জামাত জেলার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়া সৌদি আরবের সাথে মিল রেখে জেলার ২৫ গ্রামে আগাম ঈদ পালনকারী গোষ্টির ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

[৩] জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন ও জেলা ইমাম পরিষদ সুত্র জানায় গত দুই বছর করোনার কারনে ঈদের নামাজে সরকারের বিধি নিষেধ ছিলো। এবার অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে জেলায় ২২৫২টি ঈদের জামাত করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক।

[৪] অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসক দরবার হলে ঈদের নামাজের জামাত উদযাপন বিষয়ক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ,ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মো.মাহবুবুল আলম,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স,জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্জ মাওলানা আবু সাঈদ,সাধারন সম্পাদক মাওলানা আবদুল কাদেরসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।

[৫] সভায় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান,ঈদের জামাতের ইমামতি নিয়ে পটুয়াখালীতে ইতিপূর্বে কোন গন্ডগোলের কোন খবর পাওয়া যায়নি। এবছরও এটা হাবার কোন সম্ভবনা নেই। জেলার প্রায় ২৫ গ্রামের কয়েক হাজার মুসুল্লি সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা এবং ঈদ পালন করে। তাদের যাতে কোন রকম সমস্যা না হয় সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

[৬] সভায় জেলা প্রশাসক মো.কামাল হোসেন বলেন,পটুয়াখালী পৌর শহরে দুটি মাঝারি মাপের ঈদ গাহ রয়েছে। এ বছর ডিসি স্কয়ার মাঠে অস্থায়ী ঈদ গাহ করে সেখানে নামাজের ব্যবস্থা করা হবে। শহরের পশ্চিম অংশের মানুষজনের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সম্পাদনা : জেরিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়