শিরোনাম
◈ অনলাইনে যেভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন ◈ নির্বাচনের সময়সীমা নিয়ে 'অনিশ্চয়তা', বিভিন্ন মহল থেকে যেসব বক্তব্য এসেছে ◈ সেনাবাহিনীর বিশেষ অভিযান মোহাম্মদপুরে, থানার সামনে গভীর রাতে আটকদের স্বজনদের ভিড় ◈ অমুসলিমদের নিয়ে কমিটির বিষয়ে যা জানাল জামায়াত ◈ সৌদি আরবে ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত ◈ মালয়েশিয়ায় সর্বত্র চলছে অবৈধ অভিযান, পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকা প্রবাসী ◈ বিশেষ অভিযানে মোহাম্মদপুরে সেনাবাহিনী, যা জানা গেল (ভিডিও) ◈ কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আ.লীগ জিন্দাবাদ’, দুই কর্মী বরখাস্ত ◈ সেন্ট মার্টিন দ্বীপে দেখা দিয়েছে ২০ ধরনের নতুন বিপদ ◈ কোনো গণমাধ্যম বন্ধ হবে না : প্রেস সচিব

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩১ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৩, ১১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, নিখোঁজ ৩

মোবারক হোসেন, খাগড়াছড়ি: [২] সোমবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পানছড়ি উপজেলার ফাতেমানগরে একটি বাড়িতে ঢুকে এই হত্যকাণ্ড ঘটানো হয়। এ সময় দুর্বৃত্তরা আরো ৩ জনকে ধরে নিয়ে যায়।

[৩] ইউপিডিএফ ঘটনার দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনা নিশ্চিত করা হয়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
[৪] নিহতরা হলেন- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফ'র সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা নিখোঁজ রয়েছেন।

[৫] ইউপিডিএফ'র জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে গণতান্ত্রিক ইউপিডিএফ’র বক্তব্য পাওয়া যায়নি।

[৬] সূত্র জানায়, সোমবার রাতে জেলার পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৭] পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের জানান, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য নিয়ে জানানো হবে।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়