শিরোনাম
◈ জামায়াতের দাবি তাদের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে: গোলাম মাওলা রনি (ভিডিও) ◈ ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে: হুমকিতে জনস্বাস্থ্য ও কৃষি ◈ রগ, হাত-পা কাটা, জামায়েত ইসলামের কোন নীতি নেই :আ্যডভোকেট পাপিয়া (ভিডিও) ◈ ভারতীয় ধর্ম গুরুর ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে হারবে ভারত ◈ রাতের ভোটের কারিগরদের বিষয়ে হার্ডলাইনে সরকার ◈ বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: মামলার এজাহারে যা বলা আছে ◈ ডাকাত ও ছিনতাইকারীর কবলে অসহায় জীবন ◈ বিকেলে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি ◈ শহীদ মিনার ভাঙার ভিডিও ভাইরাল, যা জানা গেল (ভিডিও) ◈ মাঠে নেমেছে চীন - তিস্তা নিয়ে ভারতের দাদাগিরি যেভাবে শেষ হচ্ছে

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৩, ১০:০৯ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশংকা প্রকাশ করলেন তৈমূর

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জে) আসনে স্বতন্ত্র পার্থীর কর্মী- সমর্থকদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু হবে কিনা এ নিয়ে আশংকা প্রকাশ করে তৃণমূল বিএনপির মহাসচিব এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, তফসিল ঘোষণার পর থেকে এতোদিন নির্বাচনের পরিবেশ নিয়ে আমার কোন আশংকা ছিলো না। তবে আজকে সকালে বিভিন্ন পত্রিকা পড়ে জানতে পারলাম, রূপগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদাক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমথকদের বাড়িতে বাড়িতে হামলা ও লুটপাট করেছে সরকার দলীয় প্রার্থীর লোকজন। এতে আমি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশংকা করছি।

[৩] রবিবার (১০ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার রূপসি এলাকায় নিজের পৈত্রিক বাড়িতে সাংবাদিকদের তিনি এই আশংকার কথা জানান।

[৪] তিনি বলেন, প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যে কমিটমেন্ট দিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে সরকারি দলের বিভিন্ন বাহিনীকে নিয়ন্ত্রন করতে হবে।তৈমুর আলম খন্দকার উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার দলীয় মনোনীত প্রভাবশালি প্রার্থীসহ মন্ত্রী এমপিদের পেশীশক্তি নিয়ন্ত্রন করা না হলে নির্বাচনে এর ভয়াবহ প্রভাব পড়বে।

[৫] তাই নির্বাচনের পূর্বেই সরকার দলীয় প্রার্থীদের নিয়ন্ত্রিত বাহিনীগুলো প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রনসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্রগুলো জমা নিতে সরকারের প্রতি দাবি জানান তৈমুর।

[৬] তা না হলে ভয় ও আতংকের কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আগ্রহ হারিয়ে ফেলবেন বলে মনে করেন তিনি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়