শিরোনাম
◈ গণহত্যা মামলা: কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম ◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:৩১ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায়-১ থেকে এমপি প্রার্থী হতে চায় বাবা-ছেলে

রুবেল মজুমদার, কুমিল্লা: [২] কুমিল্লা -১ (দাউদকান্দি ও তিতাস) আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি তার ছেলে মেজর (অব:) মোহাম্মদ আলী ও একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

[৩] সোমবার (২০ নভেম্বর) কালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দুই ফরম সংগ্রহ করেন তারা। মেজর (অব:) মোহাম্মদ আলী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] ছেলেকে ‘বিকল্প’ রেখে মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া নিজের আসন ধরে রাখতে দলীয় মনোনয়ন ফরম কেনেন বলে জানান,  স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

[৫] আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেজর (অব:) মোহাম্মদ আলী বলেন, আমি দীর্ঘ দিন ধরে এলাকায় রাজনীতি করছি, তিতাস দাউদকান্দির মানুষ আমাকে এমপি হিসাবে দেখতে চায়, তবে নেত্রী যদি আমার বাবাকে আবারও নৌকার মনোনয়ান দেয়, আমরা আওয়ামী লীগ  ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করবো। 

[৬] বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমার উপর বিগত সময় আস্থা রেখেছে ,আমি এলাকার উন্নয়ন করে আস্থার প্রতিদান দিয়েছি। ইনশাআল্লাহ এবারও আমি নৌকা পাবো। 

[৭] উল্লখ্য, তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়