শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ১২:৫২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে ভিড়ছে লঞ্চ

সোহেল মিয়া: [২] ঈদের বাকি আর মাত্র দু’দিন। ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। কোন রকম ভোগান্তি ছাড়াই এবার বাড়ি ফিরতে পারছে তারা। তবে কিছু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। সেই সাথে লঞ্চে ধারণ ক্ষমতার থেকেও বেশি যাত্রী নেওয়ারও অভিযোগ তুলেছে তারা। ঈদে স্বাভাবিক সময়ের থেকে যাত্রীদের চাপ বেশি থাকে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।

[৩] শনিবার (৩০ এপ্রিল) সকালে সরেজমিন দৌলতদিয়া লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়, পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা একাধিক লঞ্চে অতিরিক্ত যাত্রী রয়েছে। ধারণ ক্ষমতার দ্বিগুন যাত্রী নিয়ে ভিড়ছে দৌলতদিয়া ঘাটে। তবে লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানান একাধিক যাত্রী।

[৪] এদিকে গত বর্ষা মৌসুমে দৌলতদিয়া লঞ্চ ঘাট ক্ষতিগ্রস্থ হলেও এখন পর্যন্ত মেরামত বা সংস্কার করতে পারেনি বিআডব্লিউটিএ। ফলে অনেকটা ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ লঞ্চ ঘাট দিয়ে নদী পার হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে ঘাটের মেরামতের কাজ চলছে।

[৫] লঞ্চের যাত্রী রাবেয়া ও আরিফান রহমান দম্পতি বলেন, গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত কোন রকম ভোগান্তি ছাড়াই এসেছি। পাটুরিয়া এসেই লঞ্চ পেয়েছি। তবে লঞ্চে অনেক যাত্রী নেওয়া হচ্ছে। নদীর মাঝখানে এসে অনেক ভয় পেয়েছি। যদিও নদী শান্ত রয়েছে তারপরেও বিপদ কখন কিভাবে ঘটে তা তো বলা মুশকিল। বিষয়টি কর্তৃপক্ষের দেখা উচিত। 

[৬] অপর আরেক যাত্রী  বলেন, লঞ্চে কখনো শৃঙ্খলা ফিরলো না। দেশে এতো দুর্ঘটনা ঘটছে তারপরেও মানুষের হুশ ফিরছে না। যখন একটা দুর্ঘটনা ঘটবে তখন প্রশাসন নড়েচড়ে বসবে। এর আগে কেউ খোঁজও রাখেনা কোথায় কি হচ্ছ। যেভাবে মানুষ লঞ্চে উঠছে তাতে ভয়েরই বিষয়।

[৭] বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক এবং পাটুরিয়া ঘাটের অতিরিক্ত দায়িত্বে থাকা আফতাব হোসেন বলেন, কি বলব ভাই। সবই বুঝতে পারছেন। ঈদের আগে অতিরিক্ত চাপ রয়েছে। তারপরেও আমরা যাত্রীদেরকে লঞ্চে উঠার বিষয়ে সচেতনতার কাজ করছি। আর লঞ্চ চালকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোন অতিরিক্ত যাত্রী লঞ্চে না উঠায়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়