শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন : বেলা ১১টা বাজতেই শেষ টিকিট

রিয়াজুর রহমান : [২] সারা দেশের মতো চট্টগ্রামেও ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ চতুর্থ দিন। 
মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। দেওয়া হচ্ছে ৩০ এপ্রিলের টিকিট। 

[৩] কিন্তু দেখা গেছে, বেলা ১১টা বাজেই ঢাকাগামী সুবর্ণ ও সোনার বাংলা ছাড়া অন্য সব ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। ফলে অনেক যাত্রী পাঁচ থেকে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি।

[৪] চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী  বলেন, অন্য দিনের তুলনায় আজ টিকিট প্রত্যাশী যাত্রীদের ভিড় বেশি ছিল।

[৫] তিনি জানান, সকাল ১০টার মধ্যে শেষ হয়ে গেছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের টিকিট। এছাড়া সকাল ১১টার ভিতর শেষ হয়ে গেছে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস, গোধূলি, চট্টলা, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন, চাঁদপুরগামী স্পেশাল দুটিসহ সবগুলো ট্রেনের টিকিট। তবে ঢাকাগামী সোনার বাংলা ও সূবর্ণ ট্রেনের কিছু টিকিট বেলা সোয়া ১১টা পর্যন্ত ছিল।

[৬] তিনি আরও বলেন, আগামীকাল ট্রেনের টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকতে পারে। চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। এসব ট্রেনে সবমিলে মোট ৭ হাজার সিট রয়েছে। এগুলোর মধ্যে কাউন্টার থেকে বিক্রি করা হবে ৩ হাজার ৫০০ টিকিট। বাকি টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। এছাড়া চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেনের ১ হাজার ২৮টি আসনের টিকিট বিক্রি করা হয়েছে আজ। যাত্রার দিন ঢাকামুখী ট্রেনগুলোতে অতিরিক্ত বগি যোগ করার চেষ্টা করা হবে।

[৭] স্টেশন ম্যানেজার বলেন, টিকিটের কার্যক্রম সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়া স্টেশনে পুলিশ, আরএনবিসহ নিরাপত্তা বাহিনী সদস্যরা কাজ করছেন।

[৮] চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের ১ নম্বর কাউন্টারে নারী, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। ২ নম্বর কাউন্টারে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নম্বর কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নম্বর কাউন্টারে মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বর কাউন্টারে তূর্ণা এক্সপ্রেস, ৬ নম্বর কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস (স্নিগ্ধা, শোভন চেয়ার ও শোভন), ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। বাকি কাউন্টারে অন্যান্য ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়