শিরোনাম
◈ ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত, আগামীকাল ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক ◈ আইপিএল, রেকর্ড মূল্যে ঋষভ পন্তকে কিনলো  লখনৌ সুপার জায়ান্টস ◈ এবার ভারতে মুঘল আমলের মসজিদের স্থানে মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি (ভিডিও) ◈ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত ◈ ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৭৯ ◈ ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্বে’ যুক্ত হচ্ছে দেশ  ◈ বাংলাদেশেও চাপে পড়তে পারেন আদানি ◈  বিএনপির জোরালো অবস্থান দ্বিকক্ষ সংসদের পক্ষে ◈ সৌদি আরবে গত এক সপ্তাহে অভিযানে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার ◈ আদালত চত্বরে শাজাহান খান ও সোবহানকে ফুলের মালা পরিয়ে দিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেন কর্মীরা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৩, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৩, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: [২] জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।  রোববার (১৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

[৩] সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া ও জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।

[৪] জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকাদান বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। শুধুমাত্র বেঁচে থাকার নামই জীবন নয়, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেঁচে থাকাটাই বড় কথা। এই টিকাদান এরই একটি অংশ। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ এবং সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

[৫] সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, মায়েদের মৃত্যুর একটি প্রধান কারণ হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। এ টিকাদানের মাধ্যমে তাদের মৃত্যুঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যাবে। কিশোরগঞ্জ জেলার ১০-১৪ বছর বয়সী ১ লাখ ৭৮ হাজার ৪৭৬ জনকে এ টিকা দেওয়া হবে। এরমধ্যে ১ লাখ ৬৪ হাজার ২৯৮ শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ১৪ হাজার ১৭৮ জন।

[৬] ইতোমধ্যে জেলার ৫০ হাজারের বেশি রেজিস্ট্রেশন করা হয়েছে এবং বাকিগুলো দু-একদিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে বলে জানান সিভিল সার্জন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়