শিরোনাম
◈ ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি! (ভিডিও) ◈ ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে ◈ সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে 'জাতীয় সংহতি সপ্তাহ' পালনের ঘোষণা (ভিডিও) ◈ নাগরিক কমিটিতে সারজিস-তুহিনসহ যুক্ত হলো ৪৫ জন ◈ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু ◈ ৫০০০ ডিম পাঠানো হলো সেন্ট মার্টিনে কুকুরের জন্য ◈ নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরি হচ্ছে, আবার জেলা প্রশাসক বদলাবে সরকার ◈ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা ◈ ইসকন থেকে ৪ মাস আগে বহিষ্কার হন চিন্ময় দাশ ◈ বৃদ্ধির পর ফের দেশের বাজারে কমল সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৩, ০৭:২৮ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৩, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন বৃহস্পতিবার 

পারমাণবিক শক্তি ব্যবহারকারী ৩৩তম দেশ হতে যাচ্ছে বাংলাদেশ

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। 

[৩] রাশিয়ার সহায়তায় নির্মীয়মান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। এতে থাকবে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। প্রথমটি এ বছরই উৎপাদন শুরু করবে। দ্বিতীয়টি ২০২৪ সালে উৎপাদনে যাবে।

[৪] বর্তমানে পারমাণবিক শক্তি ব্যবহারকারী ৩২টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, ইউক্রেন, জার্মানি, জাপান, স্পেন, সুইডেন, বেলজিয়াম, যুক্তরাজ্য, ভারত, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, পাকিস্তান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, রোমানিয়া, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, ইরান ও আর্মেনিয়া।

[৫] রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম এই বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) নির্মাণে নিয়োজিত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় একক প্রকল্প, যাতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার কোটি টাকা।

[৬] রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানি তাজা ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছেছে গত বৃহস্পতিবার বিকেলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর জানান, রাশিয়া থেকে একটি বিশেষ এয়ার কার্গোর মাধ্যমে চালানটি ঢাকায় এসে পৌঁছায়। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি বিস্তারিত কিছু জানাননি।

[৭] বৃহস্পতিবার বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মস্কো থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন। শুরুতেই প্রকল্প পরিচিতি তুলে ধরবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর।

[৮] স্বাগত বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন। ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি, এরপর বক্তব্য রাখবেন রোসাটম-এর মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ।

[৯] বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সভাপতির বক্তব্য রাখার পর রোসাটম ডিজি তার কাছে পারমাণবিক জ¦ালানির সার্টিফিকেট ও মডেল হস্তান্তর করবেন। মঞ্চে পারমাণবাকি  জ্বালানির মডেলসহ একটি সুসজ্জিত নৌকা প্রদর্শন করা হবে। 

[১০] এরপর ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট পুতিন, সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়