শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২, ১২:৩৪ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুসিক নির্বাচনে এলাকার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা করা হবে না

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সিটি এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিকে ভোট গ্রহণ কর্মকর্তা করা হবে না। নির্বাচনে স্বচ্ছতা আনতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।


শুক্রবার রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তফসিল অনুসারে আগামী ১৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গণবিজ্ঞপ্তি জারি হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর নগরের ছোটরা এলাকার আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সাপ্তাহিক ও ছুটির দিনেও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এবার অনলাইনে মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ রাখা হয়নি।

এদিকে তফসিল ঘোষণার পর চার দিনেও কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, সিটি করপোরেশন এলাকায় কর্মরত কোনো ব্যক্তিকে ভোটগ্রহণ কর্মকর্তা করা হবে না। জেলার উপজেলা পর্যায় থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে। এটা কমিশনের সিদ্ধান্ত।

তিনি বলেন, গণবিজ্ঞপ্তি জারি করার পর এখন পর্যন্ত কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৬৩০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ১৪২ জন ও পুরুষ ১ লাখ ১৪ হাজার ৪৮৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়