শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতায় তিন মাস ◈ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নানা মন্তব্য ◈ অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না : তারেক রহমান ◈ ‘আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত’ : তারেক রহমানের বিবৃতি ◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন? ◈ বাংলাদেশ সফরে সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০০ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে সিলেটে বিভাগীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত 

সুবর্ণা হামিদ, সিলেট: [২] 'পার্বত্য চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন' এ স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সিলেটে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেটের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন চুক্তি বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক লোকমান আহমদ। সদস্য সচিব আবু জাফরের সঞ্চালনায় সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

[৩] সুলতানা কামাল বলেন, ক্ষমতার বাইরে থাকলে রাজনৈতিক দায় চলে যায় না। আমরা সবাই জানি কাদের হাতে পার্বত্য চট্রগ্রাম ছেড়ে দেওয়া হয়েছে। পার্বত্য চুক্তি নিয়ে খুব কম কথা বলা হয়, এটা শুধু আদিবাসীদের সমস্যা নয়। যারা সকলের চুক্তি ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

[৪] সমাবেশে সংহতি বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস,পার্বত্য চট্টগ্রাম চুক্তি  বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান, পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. খায়রুল চৌধুরী, সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, জাসদ সদস্য সচিব প্রনব জ্যোতি পাল, বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি সিকান্দার আলী, ঐক্য ন্যাপ সিলেটের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, জাসদ সিলেট মহানগর শাখা সাধারন সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমেদ, মনিপুরী কবি একে শেরাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সিলেটের সভাপতি গৌরাঙ্গ পাত্র প্রমুখ। 

[৫] পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গড়ে ওঠা ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’-এর আয়োজনে এটি ছিলো চতুর্থ বিভাগীয় সমাবেশ। এর আগে চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়