শিরোনাম
◈ ‘কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে’ নিয়ে বিএনপির আশঙ্কার নেপথ্যে কী? ◈ ক্রিকেটার আকবর আলী জাতীয় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ  ◈ সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ◈ ৩০০ বিষধর মাকড়সাসহ বিমানবন্দরে ধরা পড়ল পাচারকারী! ◈ উপজাতি ভোট ভাগ করতেই ঝাড়খণ্ডে বিজেপি মুসলমানদেরকে ‘বাংলাদেশী’ তকমা দিচ্ছে ◈ অটোরিকশা চালকদের অবরোধে দিনভর ভোগান্তি, অবশেষে মুক্ত  ◈ নতুন সিইসি কে এই নাসির উদ্দীন ◈ ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া ◈ খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা ◈ সেনাকুঞ্জের অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে পাশাপাশি বসেন, কথা বলেন খালেদা জিয়া

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

শাহনাজ পারভীন, কুড়িগ্রাম: [২] শনিবার রাত সাড়ে ১২টার দিকে আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে শৌলমারী ইউনিয়নের বেহুলার চর সীমান্তে এ ঘটনা ঘটে।

[৩] নিহত মানিক মিয়া (৩০) উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

[৪] স্থানীয়রা জানান, মানিক মিয়া সহ ১৫-২০ জন বেহুলার চর সীমান্তের আন্তর্জাতিক সীমানায় ওই পিলার কাছে যান। এ সময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া ঘটনা স্থলেই মারা যান। 

[৫] স্থানীয়রা ধারণা করছেন, মানিক মিয়া সহ এই লোকগুলো গরু পাচারের সঙ্গে জড়িত। 

[৬] পরে সঙ্গীরা তার মরদেহ অন্যত্র সরিয়ে গোপনে দাফনের চেষ্টা করেন। দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ বন্দবের ইউনিয়নের বাঞ্ছার চর এলাকা থেকে মানিকের মরদেহ উদ্ধার করে থানায় আনেন। 

[৭] জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাশরুকী বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।

[৮] রৌমারী থানার ওসি রূপকুমার সরকার বলেন, খবর পেয়ে বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছার চর এলাকার মোতালেবের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সম্পাদনা: তারিক আল বান্না

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়