শাহনাজ পারভীন, কুড়িগ্রাম: [২] শনিবার রাত সাড়ে ১২টার দিকে আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে শৌলমারী ইউনিয়নের বেহুলার চর সীমান্তে এ ঘটনা ঘটে।
[৩] নিহত মানিক মিয়া (৩০) উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
[৪] স্থানীয়রা জানান, মানিক মিয়া সহ ১৫-২০ জন বেহুলার চর সীমান্তের আন্তর্জাতিক সীমানায় ওই পিলার কাছে যান। এ সময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া ঘটনা স্থলেই মারা যান।
[৫] স্থানীয়রা ধারণা করছেন, মানিক মিয়া সহ এই লোকগুলো গরু পাচারের সঙ্গে জড়িত।
[৬] পরে সঙ্গীরা তার মরদেহ অন্যত্র সরিয়ে গোপনে দাফনের চেষ্টা করেন। দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ বন্দবের ইউনিয়নের বাঞ্ছার চর এলাকা থেকে মানিকের মরদেহ উদ্ধার করে থানায় আনেন।
[৭] জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাশরুকী বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।
[৮] রৌমারী থানার ওসি রূপকুমার সরকার বলেন, খবর পেয়ে বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছার চর এলাকার মোতালেবের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদনা: তারিক আল বান্না
আপনার মতামত লিখুন :