শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২, ০৭:২০ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২২, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে দুই নারী-পুরুষের মৃত্যু

এএফএম মমতাজুর রহমান : [২] বগুড়ার আদমদীঘির সান্তাহারে  ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে নিহত দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় ইউডি মামলা দায়ের এবং লাশ দুটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

[৩] নিহতরা হলো- টাঙ্গাইলের ভুঞাপুরের ভরুয়া গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আবদুর রহমান (৬৭) এবং নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর গোবিন্দপুর গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে সাহারা বেগম (২২)।

[৪] রেল পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সান্তাহার জংশন এলাকার পোঁওতা রেলগেটের দক্ষিণ দিকে রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন টাঙ্গাইলের আবদুর রহমান নামের ওই ব্যক্তি। এসময় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি ওই স্থান অতিক্রম করছিল কিন্তু তারপরও ওই ব্যক্তি লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ট্রেন চালক বার বার হর্ণ দিলেও তিনি সড়ে না যাওয়ায় ট্রেনের নিচে কাটা পরে মারা যান। 

[৫] পুলিশ পরিবারের সাথে কথা বলে জানতে পারেন, তিনি বেশ কিছু দিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। কাউকে না জানিয়ে গত ১০-১২ দিন পূর্বে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। অনেক খঁুজাখুজির একপর্যায়ে থানায় সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ আন্ত:নগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশনের হুগোলবাড়িয়া সার গোডাউন এলাকায় পৌঁছলে নওগাঁর সাহারা বেগম (২২) নামের ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই নারী মোবাইল ফোনে কথা বলছিলেন আর রেললাইন ধরে হাটছিলেন। এমন অসতর্কতার ফলে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

[৬] সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, নিহত দুজন ব্যক্তিই রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন। তাদের অসচেতনার কারনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়