শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২২, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিণাকুন্ডুতে ভিজিএফ চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ

মাহফুজুর রহমান : [২] ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া হত-দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চালে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপস্থিতিতে চাল বিতরণের সময় এ অনিয়ম করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।

[৩] বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে দেখা গেছে, সরকার ঘোষিত প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চাল দেওয়া হয়েছে ৯ কেজির কম। এছাড়াও চেয়ারম্যানের পছন্দের লোকজনকে বাছাই করে জনপ্রতি ৩/৪টি স্লিপের চাল বিতরণ করা হচ্ছে।

[৪] নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার পছন্দের লোকদের ৩/৪ টি করে স্লিপ দিয়েছেন। অথচ চাল পাওয়ার উপযুক্ত যারা তাদের অনেকের স্লিপ দেওয়া হয়নি। দৌলতপুর ইউনিয়নের ৩ হাজার ৭শ’৬০ টি পরিবারের জন্য ১০ কেজি করে মোট ৩৭হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। 

[৫] একাধিক ইউপি সদস্য অভিযোগ করে বলেন বিতরণ শেষে ৪৪ বস্তা চালের হিসেব মেলেনি। ৫০ জন স্লিপধারী চাল পাননি বলে অভিযোগ করেন। 

[৬] চাল বিতরণে উপস্থিত ইউনিয়ন তদারকি কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ১০ কেজি করেই দেওয়ার চেষ্টা করেছি। বালতি দিয়ে চাল মাপার কারনে কমবেশি হতে পারে। আজ তিনি চাল বিতরণের সময় যেতে পারেন নি বলে জানান।

[৭] দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

[৮] উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, বিষয়টি আমি শুনেছি। ডুপ্লিকেট স্লিপ ছাপানোর কারনে চাল পাওয়ার উপযুক্ত যারা তাদের অনেকেই হয়তো বাদ পড়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সম্পাদনা : জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়