শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৩, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ১১ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): [২] জেলার আলমডাঙ্গায় নিখোঁজের ১১ দিন পর দোকান কর্মচারী গোলাম মোস্তফা (২২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বাশঁবাড়িয়া সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৩] নিহত যুবক উপজেলার হারদি ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।

[৪] স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বাশঁবাড়িয়া সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে নৌকা পারাপারের সময় দুর্গন্ধ ভাসমান বস্তু দেখতে পায় এলাকাবাসী। ওই দুর্গন্ধ অনুসরণ করে গেলে, তারা এক যুবকের অর্ধগলিত মরদেহ পড়ে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। খবর শুনে নিখোঁজ যুবকের পরিবারের লোকজন নদীর পাড়ে উপস্থিত হয়ে মোস্তফার মরদেহ সনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

[৫] উল্লেখ্য, নিহত যুবক মোস্তফা হাটবোয়ালিয়া বাজারস্থ জননী স্টোর নামের একটি মুদি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো। গত ১৪ আগস্ট রাত ৯টায় বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। 

[৬] আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) তদন্ত একরামুল হুসাইন জানান, খবর পেয়ে দুপুরে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গত ১১ দিন যাবৎ নিখোঁজ ছিলো।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়