শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থান: ১৫০ কোটি টাকা অনুদান আহতদের চিকিৎসায়  ◈ প্রতিবছর দেশে ১ লাখেরও বেশি মৃত্যুর কারণ বায়ুদূষণ: গবেষণা ◈ বাংলাদেশের আগ্রহ  পাকিস্তানি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানে  ◈ আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ: অভিযুক্ত সঞ্জয়ই দোষী ◈ আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না : এম সাখাওয়াত (ভিডিও) ◈ সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ (ভিডিও) ◈ টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া : বাণিজ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের ◈ ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা এক বছরে, যার মধ্যে ৬১ শতাংশই নারী ◈ পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’ এখন আগ্রহের কেন্দ্রবিন্দু

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৩, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ১১ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): [২] জেলার আলমডাঙ্গায় নিখোঁজের ১১ দিন পর দোকান কর্মচারী গোলাম মোস্তফা (২২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বাশঁবাড়িয়া সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৩] নিহত যুবক উপজেলার হারদি ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।

[৪] স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বাশঁবাড়িয়া সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে নৌকা পারাপারের সময় দুর্গন্ধ ভাসমান বস্তু দেখতে পায় এলাকাবাসী। ওই দুর্গন্ধ অনুসরণ করে গেলে, তারা এক যুবকের অর্ধগলিত মরদেহ পড়ে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। খবর শুনে নিখোঁজ যুবকের পরিবারের লোকজন নদীর পাড়ে উপস্থিত হয়ে মোস্তফার মরদেহ সনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

[৫] উল্লেখ্য, নিহত যুবক মোস্তফা হাটবোয়ালিয়া বাজারস্থ জননী স্টোর নামের একটি মুদি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো। গত ১৪ আগস্ট রাত ৯টায় বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। 

[৬] আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) তদন্ত একরামুল হুসাইন জানান, খবর পেয়ে দুপুরে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গত ১১ দিন যাবৎ নিখোঁজ ছিলো।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়