শিরোনাম
◈ ৮ ক্রিকেটার ও এক কর্মকর্তাকে নিষিদ্ধ করলো বিসিবি ◈ সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে ড. ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে আরএসএফ ◈ ‌‘যে কোনো সংস্কারের আগে জেনে নেবেন এ বিষয়ে মহান আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন’ ◈ পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ (ভিডিও) ◈ কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই: আনন্দবাজারকে জামায়াত আমির ◈ সংস্কার করে নির্বাচন না সংস্কার ছাড়া নির্বাচন, নানা মন্তব্য ◈ অবৈধভাবে ভারত থেকে ফেরার চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই তরুণী আটক ◈ পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নিহত ৪২ ◈ রাজধানীর তুরাগে মা ও মেয়ের ওপর অ্যাসিড ছুড়লো ছিনতাইকারী ◈ আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে, কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে হারালো

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৩, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ১১ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): [২] জেলার আলমডাঙ্গায় নিখোঁজের ১১ দিন পর দোকান কর্মচারী গোলাম মোস্তফা (২২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বাশঁবাড়িয়া সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৩] নিহত যুবক উপজেলার হারদি ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।

[৪] স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বাশঁবাড়িয়া সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে নৌকা পারাপারের সময় দুর্গন্ধ ভাসমান বস্তু দেখতে পায় এলাকাবাসী। ওই দুর্গন্ধ অনুসরণ করে গেলে, তারা এক যুবকের অর্ধগলিত মরদেহ পড়ে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। খবর শুনে নিখোঁজ যুবকের পরিবারের লোকজন নদীর পাড়ে উপস্থিত হয়ে মোস্তফার মরদেহ সনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

[৫] উল্লেখ্য, নিহত যুবক মোস্তফা হাটবোয়ালিয়া বাজারস্থ জননী স্টোর নামের একটি মুদি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো। গত ১৪ আগস্ট রাত ৯টায় বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। 

[৬] আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) তদন্ত একরামুল হুসাইন জানান, খবর পেয়ে দুপুরে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গত ১১ দিন যাবৎ নিখোঁজ ছিলো।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়