শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৩, ১২:৪১ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৩, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষায় পাস না করায় বিষপানে ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় পাস না করায় জুঁই সমাদ্দার (১৫) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। মৃত জুঁই সমাদ্দার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের অসীম সমাদ্দারের মেয়ে। 

শুক্রবার (২৮ জুলাই) পরীক্ষার ফল প্রকাশের পর ওই ছাত্রী হতাশায় বিষপানে আত্মহত্যা করে। সে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

জানা গেছে, শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে জুঁই সমাদ্দার স্কুলে গিয়ে জানতে পারে সে ফেল করেছে। এই খবর জানার পর জুঁই সমাদ্দার বাড়িতে গিয়ে বিষপান করে। এরপর পরিবারের লোকজন তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোজ কুমার মজুমদার বলেন, জুঁই শুধুমাত্র গণিতে ফেল করেছে। সে ফেল করার মতো ছাত্রী ছিল না। টেস্ট পরীক্ষায় জুঁই সমাদ্দার ভালো রেজাল্ট করেছিল। হয়তোবা পরীক্ষা পাস না করার কষ্টে সে আত্মহত্যা করেছে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান স্কুলছাত্রী জুঁই সমাদ্দারের আত্মহত্যার কথা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়