শিরোনাম
◈ জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মারধরের ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী  ◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৩, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৩, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি কেজি

২৬ হাজার মার্কিন ডলার মূল্যের চারাপিটা মরিচ চাষ করলেন কুমিল্লার জামিল

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] আহমেদ জামিল পেশায় ব্যবসায়ী হলেও গত ১০/১৫ বছর ধরে জাতীয় ভাবে তিনি ব্যাপক আলোচিত হয়েছেন একজন সৌখিন কৃষক হিসেবে। একেক সময় একেক ধরনের সবজি উৎপাদন করে তিনি শিরোনাম হয়ে যান স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে। তবে এবার তিনি দেশের গন্ডি পেরিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকেও। বিশ্বের সবচেয়ে দামী কাঁচা মরিচ উৎপাদন করে তিনি এখন দেশের সবচেয়ে আলোচিত সৌখিন কৃষকে পরিণত হয়েছেন। এই কাঁচা মরিচের কেজি ২৬ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছেন তিনি। আহমেদ জামিলের ভাষায়, চারিপাটা কাঁচা মরিচ উৎপাদনে আমি শুধু বাংলাদেশেই না, আমেরিকাতেও প্রথম।

[৩] সোমবার (২৪ জুলাই) সকালে সরেজমিনে কুমিল্লা নগরীর ঠাকুর পাড়ায় তার নিজস্ব বাসভবনে গিয়ে দেখা যায়, বাসার সামনের এক কর্ণারে আরেকটি বাসার সানসেটের নিচে মরিচ সমেত তিনটি গাছ সগৌরবে দাঁড়িয়ে আছে মাটি ভর্তি তিন খোলা বস্তায়। মরিচগুলো দেখতে একেবারে কিছুটা সরিষার মত বা তার চেয়ে একটু বড় হবে। তবে রং টি হলুদ বর্ণের হলেও গাছের পাতা গুলো সবুজ প্রকৃতির। যেমনটা রয়েছে আমাদের দেশীয় কাঁচা মরিচ গাছের মতই। 

[৪] চারাপিটা কাঁচা মরিচ এর উৎপত্তিসহ বাংলাদেশের কিভাবে নিয়ে আসলেন জানতে চাইলে আহমেদ জামিল বলেন, আমি দীর্ঘ দিন ধরে গুগলে খোঁজ নিচ্ছিলাম নতুন কিছু পাই কি না। হঠাৎ করে একদিন আমার চোখে পড়ল চারাপিটা কাঁচা মরিচের। পরে এ নিয়ে আবার নেটে ঘাটাঘাটি করে দেখলাম এটি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে হয়। পরে চারা পিটার বিচি বা বিজ সংগ্রহ করার সংগ্রামে নেমে পড়ি। বেশ কয়েক মাস চেষ্টা করে অবশেষে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম বিচি পেরু থেকে সংগ্রহ করতে সক্ষম হই। পরে আমি রোপন করি। কিন্তু তিন মাস অপেক্ষা করার পরও একটি চাড়াও কুমিল্লায় হয়নি। পরে ভাবছি এই কাঁচা মরিচ হয়তো আমাদের দেশের জন্য উপযোগী না। এরপর একশটি বিচি আমার এক স্বজনের কাছে আমেরিকা পাঠাই। তিনি ১০০টি বিচি রোপন করলেও এতে চারা হয় মাত্র ৫টিতে। এরপর তিন মাসের মধ্যে পরিপূর্ণ ভাবে ফল পরিপক্ক হয়। আমি প্রায় প্রতি দিনই ইন্টারনেটের মাধ্যমে আমেরিকাতে ঐ চারিপাটা কাচা মরিচের গাছ গুলো পরিচর্যা করতে থাকি। এক পর্যায়ে কাচা মরিচ গুলো পরিপক্ক হয়। তখন সে আমার জন্য বিজ পাঠায়। ভাগ্যের কি গুণ, পেরু থেকে আনা বিচিতে আমার এখানে চারা না হলেও আমেরিকাতে হয়েছে। এর আগে আমেরিকায় এই কাঁচা মরিচ আর উৎপাদন হয়নি। সেই হিসেবে আমেরিকাতেও এই মরিচ উৎপাদনে আমি প্রথম। পরবর্তীতে আমিরাকা থেকে বিচি বাংলাদেশে এনে আবার আমার এখানে রোপন করি। আল্লাহর রহমতে এবার মাত্র সাত দিনের মধ্যেই চারা উঠে। ৫০টি বিচি থেকে ৫টিতে চারা হয়। এর মধ্যে ২টি মারা যায়। এখন এই ৩টি টিকে আছে এবং মরিচও ধরেছে। বিচি লাগানো থেকে কাচা মরিচ উৎপাদন পর্যন্ত সময় লাগে প্রায় তিন মাস। 

[৫] এর পরিচর্যা সম্পর্কে জানতে চাইলে সৌখিন কৃষক আহমেদ জামিল বলেন, এটি বৃষ্টি পেলে মারা যাবে। সব সময় রোদে রাখতে হবে। বাহিরে খোলা স্থানে উপরে গ্লাস সিস্টেম করতে হবে। যাতে বৃষ্টির পানিতে সমস্যা না হয়, আবার রোদও যাতে পায়। এই গাছটি খুবই সেনসিটিভ উল্লেখ করে তিনি বলেন, খুব যত্ম নিতে হবে। সামান্য সমস্যা হলেই গাছটি টিকিয়ে রাখা যাবে না।

[৬] গাছটির গুণাগুণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গাছ গুলো প্রায় বুক সমান হয় এবং গোলাকার আকৃতির। মরিচগুলো দেখতে খুবই ছোট হইলেও খেতে খুবই মজা। তুলনামূলকভাবে জ্বাল কম হলেও এটি খুবই সুস্বাধু এবং সুগন্ধি জাতীয় সালাদ। খাবারের সালাদ হিসেবে এটি ব্যবহৃত হয়। প্রতি কেজি মরিচের দাম ২৬ হাজার মার্কিন ডলার দাম। এটি সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে। দেশের বাহিরে বিভিন্ন পাঁচ তারকা হোটেলে কোটিপতিদের খাবারের তালিকায় সাধারণত এটি শোভা পায় বলে জানান তিনি। বিশেষ করে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের খাবারের তালিকায় এই মরিচ খাবারের জৌলুস বাড়াতে ভূমিকা রাখে।

[৭] বাংলাদেশে এটি বানিজ্যিকভাবে চাষ করা সম্ভব কি না জানতে চাইলে সৌখিন কৃষক আহমেদ জামিল বলেন, এটি অত্যন্ত ব্যয় বহুল এবং আমাদের মাটির জন্য পুরোপরি উপযোগী কি না আরেকটু পরীক্ষা করে দেখতে হবে। প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী যদি সহযোগিতা করেন তাহলে চারি পাটা কাঁচা মরিচ চাষ হতে পারে বলে জানান তিনি। 

[৮] বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের প্রোগ্রাম কো অর্ডিনেটর (পার্টনার) মো. মিজানুর রহমান বলেন, আহমেদ জামিল সাহেবের চারাপিটা মরিচ সম্পর্কে জেনেছি। আমাদের দেশের মাটির সাথে এটা উপযোগি কিনা আরো গবেষনা করে দেখতে হবে। তবে মরিচের যে দাম বলা হচ্ছে সেই দাম সম্ভবত এখন আর নেই। এখন দাম অনেক কমে গেছে। আর এই মরিচটি শুকিয়ে বিক্রি করতে হয়। প্রায় দুই হাজার শুকনা কাঁচা মরিচ এক কেজি হয়। আর মরিচের আকৃতিসহ গাছের বিভিন্ন ধরনটি দেখেছি। পেরুর মুল চারিপাটা কাঁচা মরিচের সাথে সব কিছুই মিল আছে। তবে এখনই এটি সম্পর্কে খুব বেশি বলা যাবে না। সবেমাত্র আসলো। এখন গবেষনা চলবে। পরবর্তী পর্যায়ে বলা যাবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়