শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২, ০২:৪০ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রীদের ভোগান্তি এড়াতে মহাসড়কে ৬শ’ পুলিশ মোতায়েন

সোহাগ হাসান: [২]  যাত্রীদের ভোগান্তি এড়াতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহসড়কের সিরাজগঞ্জ অংশে ৩০টি পয়েন্টে ৬শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৩] শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) মহাসড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ বাড়ে তিনগুন। এসব বিষয়ে বিবেচনা করে এবার জেলা থেকে মহাসড়কের ভোগান্তি এড়াতে ৬শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও আমাদের টহল পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি এবার ঈদে ঘরমুখো মানুষের কোন ভোগান্তি হবে না।

[৫] এদিকে বঙ্গবন্ধু পশ্চিমপাড় থেকে চান্দাইকোনা এলাকা পর্যন্ত ঘুরে দেখা যায়, কয়েক দিনের তুলনায় শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপছিল দ্বিগুন। তবে কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি। আবার কোথাও কোথাও থেমে থেমে যানজট। তবে যানজট এড়াতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছেন।

[৬] ঢাকা থেকে আসা এসআর পরিবহনের যাত্রী রবিউল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফিরছি। অন্য বছরের চেয়ে এবার যানজটন একটু কম। একটু পরপর সড়কে পুলিশ ডিউটি করছে। অতিরিক্ত পুলিশ থাকায় যানবাহন চালকরা সড়কে সুশৃঙ্খলভাবে চলাচল করছে।

[৭] একই পরিবহনের যাত্রী আলামিন বলেন, যমুনা সেতুর পূর্ব পাড় থেকে সিরাজগঞ্জ রোড গোল চত্বর সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সব ধরনের যানবাহন সুন্দরভাবে চলাচল করছে।

[৮] হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গের যাত্রীদের গাড়ীর প্রচুর চাপ রয়েছে। তবে নলকা মোড় হাটিকুমরুল এলাকায় এখনো যানজটের সৃষ্টি হয়নি। তবে পাঁচলিয়া এলাকায় একটি ছোট দূর্ঘটনার জন্য সকালে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি ছিল এখন স্বাভাবিক রয়েছে।

[৯] সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান সালেক বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পালাক্রমে ডিউটি পালন করবে। এছাড়াও ট্রাফিক পুলিশ ভ্রাম্যমাণ দায়িত্ব পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়