শিরোনাম
◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘দেখি বাসে আগুন জ্বলছে, আমরা কয়েকজন মিলে পোড়া মরদেহ নিচে নামাই’ ◈ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল ৩ বছরে দুই-তৃতীয়াংশ বৃদ্ধি ◈ জাতীয় ক্রিকেট লিগ, নাইম শেখের দাপুটে ইনিংসে  ঢাকা মেট্রোর দারুণ শুরু ◈ টেস্ট ক্রিকেটে জয়সোয়ালের ছক্কার রেকর্ড ◈ জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ১১ ডিসেম্বর শুরু ◈ জয়সোয়াল ও লোকেশ রাহুলের ব্যাটে পার্থ টেস্ট ভারতের নিয়ন্ত্রণে ◈ বেনাপোল রুটে অনিদিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট ◈ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয় : আইজিপি ◈ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু

প্রকাশিত : ১৩ জুন, ২০২৩, ১১:০৯ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৩, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটিতে ৩ শ্রমিক অপহরণ

প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট: রাতের আঁধারে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে উপজাতীয় সন্ত্রাসীরা।

সোমবার (১২ জুন) রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার লংগদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র: বাংলাশে জার্নাল

অপহৃতরা হলেন- সোহাগ (২০) রূপক (১৮) ও বিশ্বজিৎ দে (২২)। সোহাগ ও রূপক দু’জন আপন ভাই।

সোহাগ-রূপকের বড় ভাই সবুজ জানান, অপহৃত তিনজনই সড়ক ও জনপথ বিভাগের অধীনে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই’র বাস্তবায়নাধীন সড়ক ধারক দেয়াল নির্মাণ কাজের শ্রমিক ছিলেন।

তিনি আরো জানান, বিগত তিন মাস ধরেই তারা সর্বমোট ১৪ জন শ্রমিক রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের লংগদু পাড়াস্থ লেবার শেডে অবস্থান করে পাশের সড়কে এনডিই কর্তৃক ধারক দেয়াল নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায়ও কাজ শেষ করে লংগদুপাড়াস্থ লেবার শেডে অবস্থান করছিলেন ওই তিন শ্রমিক। বাকি শ্রমিকরা একটু অদূরে চায়ের দোকানে গিয়েছিলেন চা-নাস্তা করার জন্য। এসময় ৫-৬ জনের একদল সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসী খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে লেবার শেডে প্রবেশ করে অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।

সবুজ জানান, তাদের নিয়ে যাওয়ার সময় পাশ^বর্তী অপর শেডে অবস্থান করা আরো দুইজন শ্রমিককে ধাওয়া করে সন্ত্রাসীরা। তারা দৌড়ে বাজারে চা দোকানে এসে আমাদেরকে ঘটনাটি জানায়। আমি আমার ভাইকে মোবাইলে কল দিলে প্রথমবার সে রিসিভ করলেও কথা বলেনি। এরপর বেশ কয়েকবার আমার ভাইয়ের মোবাইলে কল দিলে রিং হলেও কেউই রিসিভ করে নাই। এক পর্যায়ে ভাইয়ের মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

সবুজ জানিয়েছেন, তারা তিন ভাই একসঙ্গেই ওই কাজে নিয়োজিত ছিলেন। তারা নেত্রকোনা জেলাধীন পূর্বধলা থানার সাতকাঠি গ্রামের জামাল উদ্দিনের সন্তান। এছাড়া অপহৃত বিশ্বজিৎ দে’র বাড়ি গাইবান্ধা জেলাধীন সাগাটা থানার ২নং ধলধলিয়া গ্রামে।

আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়