শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন কালীগঞ্জের ৭৫ গৃহহীন পরিবার

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭৫টি পরিবার পাকা প্রদান  করা হচ্ছে। 

[৩] মঙ্গলবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ ৩০টি ঘরের চাবি তুলে দেওয়া হবে পরিবারগুলোর মধ্যে। প্রতিটি ঘর তৈরিতে খরচ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকা। দুই শতক সরকারি জমিতে দুটি পাকা রুম, বাথরুম এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার এই ঘরগুলো পাচ্ছে।

[৪] কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে  ঈদ উপহার হিসেবে উপজেলার গৃহহীন ও ভূমিহীন ৭৫টি পরিবারের মাঝে ঘর দেওয়া হচ্ছে। তবে মঙ্গলবার ৩০টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হবে। 

[৫] তিনি জানান, কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নে ১১টি এবং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নে ১৯টি পরিবারের মাঝে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকা। এর আগে কালীগঞ্জ  উপজেলার ৩২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে  ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশে প্রথম ৫৯টি বেদে পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ করা হচ্ছে কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে।

[৬] কালীগঞ্জ  উপজেলা প্রকল্প  বাস্তবায়ন  কর্মকর্তা আব্দুল্লাহ হেল আল মাসুম জানান, প্রতিটি পরিবারকে ২ শত জমির উপর ২ কক্ষ বিশিষ্ট ঘর, বাথরুম করে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, টিউবওয়েল। 

[৭] তিনি জানান, এই ঘর গুলো নির্মাণে সার্বিক খোঁজখবর নিয়েছেন ইউএনও সাদিয়া জেরিন। এছাড়াও কোনেশন অনুযায়ী ইট, বালি, সিমেন্ট ও রড ব্যবহার করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়