শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২, ০১:২০ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২২, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজারে আগুন লাগার কথা শুনে হার্ট অ্যাটাকে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে আগুন লাগার খবর শুনে রিংকু (৪০) নামের এক দোকানি মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১১টায় জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, রিংকু তার দোকানে আগুন লাগার খবর শুনে ছুটে আসার চেষ্টা করে। সম্ভবত তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের পাশের খালেক মিয়ার  মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে পাশের ব্যাংক রোড, ইসলাম মার্কেট, হোসেনসহ পাশের মার্কেটে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা কেউ বলতে পাছে না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে এখনো কাজ করছে। একটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যে অন্যটিও নিয়ন্ত্রণে আসবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত  দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়