মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদী থেকে আয়াত (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) দিবাগত রাতে বন্দরের ইস্পাহানি ঘাট এলাকায় মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। নিহত শিশু আয়াত বন্দরের ইস্পাহানি ঘাট এলাকার মানিক মিয়ার ছেলে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আইনগত প্রক্রিয়া শেষে রাতেই শিশুটির মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/একে