মাহফুজুর রহমান: ঝিনাইদহের কালীগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ লাল ভানু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) দুপুর ১২টার দিকে কালীগঞ্জের আড়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। লাল ভানু কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার মৃত সায়েদ আলীর স্ত্রী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শামীম হোসেনের নেতৃত্বে আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০বোতল ফেনসিডিলসহ লাল ভানুকে আটক করা হয়। লাল ভানুর বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহের বিভিন্ন থানায় ১৪টি মাদকের মামলা রয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । সম্পাদনা: সাদেক আলী
আপনার মতামত লিখুন :