শিরোনাম
◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ◈ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ সরকার ভোট চোর হিসেবে পরিচিতি পেয়েছে: শিমুল বিশ্বাস 

জনসমাবেশ

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এই সরকার আজ ভোট চোর হিসেবে পরিচিতি পেয়েছে। এই ভোট চোরের নেতৃত্বে বাংলাদেশে আর ভোট (নির্বাচন) করা হবেনা। তিনি দ্রব্যমূল্যের উর্ধগতির দিকে ইঙ্গিত করে বলেন, আজ জিনিসপত্রের এতো দাম যে বাজারে গেলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা আজ কান্না করে ফিরে আসে। 

শুক্রবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, গরীব দু:খী, অত্যাচারিত, দিন আনা দিন খাওয়া মানুষগুলো আজ বিএনপির পতাকাতলে। তারা এই সরকারকে আর চায়না। কিন্তু একমাত্র ঘুষখোর, দূর্নীতিবাজ ও লুটেরা-রা আ.লীগের পতাকাতলে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি কারাগার বিএনপির নেতাকর্মী দিয়ে পূর্ণ। নেতাকর্মীদের কারাগারে ঢুকিয়ে নির্যাতন করছেন সরকার।

তিনি পুলিশকে উদ্যেশ্য করে বলেন, পরিবর্তনকে বাধা দিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই নন্দিত হয়েছে। তিনি বলেন, এই সিরাজগঞ্জ ছিল একসময় আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। সিরাজগঞ্জের মানুষ আবারও উজ্জীবিত হয়েছে। এই সিরাজগঞ্জকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়। 

শিমুল বিশ্বাস আরও বলেন, পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। হাসিনার বিদায় ঘন্টা বেঁজে গেছে। এই হাসিনার পতনের পর যেন শক্তিশালী ও সুন্দর বাংলাদেশকে গড়তে পারি এখন সবাইকে সেই প্রস্তুতি নিতে হবে। আগামী পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হবে, সেখানে আপনাদের নেতৃত্ব দিতে হবে। এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে। আগামী দিনের লড়াইয়ে বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে।  

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশিরসহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান, নির্বাহী সদস্য সিমকী ইমাম খান, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন-সম্পাদক ভিপি শামিম খান,যুগ্ন-সম্পাদক নূর কাইয়ুম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান প্রমুখ বক্তব্য রাখেন।

জনসভায় জেলা বিএনপি, সহযোগী অঙ্গসংগঠন ও সকল উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়