শিরোনাম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ০৮:৪৯ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে গ্রামীণ দুই সড়কে হেরিং বোন বন্ড কাজের উদ্বোধন

আবু মুত্তালিব : [২] বগুড়ার আদমদীঘিতে গ্রামীণ মাটির সড়ক সমুহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) ২য় পর্যায় দুইটি সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। 

[৩] বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া আদর্শগ্রামের শহিদুলের বাড়ির সামনে সড়কের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, প্রকল্পবাস্তাবায়ন কর্মকর্তা আমির হোসেন, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, ঠিকাদার প্রতিনিধি রেজাউল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

[৪] উল্লেখ, চলতি অর্থ বছরের উপজেলার বড় আখিড়া জনৈক শহিদুলের বাড়ি হতে দীঘির পূর্বপাড় ৫০০ মিটার ও কুন্দগ্রাম বাগিচাপাড়া গ্রামের ইট সোলিংয়ের শুরু হতে হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখী ৫০০ মিটার এই দুই সড়কে হেরিং বোন বন্ড (এইচবিবি) কাজ ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় কর্তৃক ৫৭ লাখ ২৯ হাজার ৪৫০ টাকা বরাদ্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়