শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুরে ভিজিএফর চালের কার্ড বাড়িতে পৌঁছে দিলেন মেয়র রিটন

মাসুদ রানা, মেহেরপুর: [২] পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মেহেরপুর পৌরসভা ২ ও ৩নং ওয়ার্ডের গরীব-দুঃখী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাউলের কার্ড বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে মেয়র মাহফুজুর রহমান রিটন। 

[৩] সোমবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের থানা পাড়া, হালদার পাড়া, মালোপাড়ায় প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার চাউলের কার্ড বিতরণ করা হয়েছে।

[৪] শহরের ২নম্বর ওয়ার্ডের একজন অসহায় ব্যক্তি বলেন, মেয়র মাহফুজুর রহমান রিটনে এই কাজটি খুব ভালো লাগলো। যাদের দরকার তাদের  দেওয়া হচ্ছে। এর আগে মেয়র রিটন করোনাকালীন সময়ে নিজের দিকে না তাকিয়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত বাড়ি ও প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। 

[৫] পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন নিজে বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারের হাতে তুলে দিচ্ছেন ভিজিএফ এর চাউলের কার্ড।

[৬] মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে সব ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন। পৌরসভার গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা চালের ভিজিএফ কার্ড নেওয়ার জন্য গরিব ও দুস্থ মানুষ পৌরসভা কার্যালয়ে এসে ধরনা দিচ্ছেন।

[৭] তিনি আরও বলেন, গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ এসব ভিজিএফ কার্ড জনপ্রতিনিধি ছাড়াও দলীয় লোকজনের কাছের লোকদের মাঝে বিতরণ করা হয় এমন অভিযোগ অনেকেই দেয়। এজন্য নিজে বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারের হাতে তুলে দিচ্ছি এ কার্ড। কেউ যেন বলতে না পারে আমি চালের কার্ড পায়নি।

[৮] এসময় উপস্থিত ছিলেন: দুই নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আবল্লাহ আল মামুন, মহিলা কাউন্সিলর আলপনা খাতুন, জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, সাইদুর রহমান উজ্জলসহ নেতা কর্মীরা। ‍সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়