শিরোনাম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ০৫:০৭ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়া পৌর সভার রাস্তাগুলোর বেহাল দশা 

আবু হাসাদ : [২] রাজশাহী পুঠিয়া  পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তাগুলোর বেহাল দশা । এতে করে বিভিন্ন প্রকার যানবাহন ও পথচারী চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। 

[৩] পৌরসভার বেশিরভাগ কাঁচাপাকা রাস্তাগুলো মেরামত না করায় পুরো রাস্তা জুড়ে দেখা দিয়েছে খানাখন্দে।

[৪] পৌরসভা এলাকার সালাম হোসেন বলেন, এলাকাবাসীকে আধুনিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২১ বছর আগে পৌরসভা গঠন করা হয়।  কিন্তু আধুনিক সেবার কোনো প্রতিফলন ঘটেনি। পৌর প্রসাশক খাতা কলমে ও রাজনৈতিক নেতা-কর্মীদের মৌখিকভাবে ব্যাপক উন্নয়নের ঘোষণা করলেও বাস্তব চিত্র ভিন্ন। উন্নয়ন বলতে কিছুই স্থানে কয়েকটি বাতি জ্বালিয়ে পৌর সেবা দেওয়া হচ্ছে।রাস্তাঘাটের যে অবস্থা তাতে এটা পৌরসভার রাস্তা বলেতে আমাদের লজ্জা হয়।
এ বিষয়ে পুঠিয়া পৌরসভার সহকারি প্রকৌশলী

[৫] শহিদুল ইসলাম আমাদের নতুন সময়কে বলেন, বরাদ্দ অনুযায়ী প্রতি বছরই বিভিন্ন ওয়ার্ডে রাস্তাগুলো কাজ করা হয় তবে বর্তমানে কোন বরাদ্দ না থাকায় সকল রাস্তাঘাট এর কাজ গুলো বন্ধ আছে। বরাদ্দ আসলে আবার রাস্তাগুলো সংস্কার কাজ শুরু করা হবে।

[৬] পুঠিয়া পৌরসভার মেয়র  আল মামুন খাঁন বলেন, বরাদ্দ আসলে ঈদের পর থেকে রাস্তার নতুন করে কাজ শুরু হবে। সম্পাদনা : জেরিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়