শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৩:১৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় জামিনে বের করার প্রতিশ্রুতি ভাঙ্গায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

রুবেল মজুমদার: [২] কুমিল্লার আর্দশ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের গৃহবধূ ফারজানা হত্যাকাণ্ডে ঘটনায় ঘাতক স্বামী মো. ইকবালকে গ্রেপ্তার করেছে র‌্যাব -১১।

[৩] গ্রেপ্তারকৃত জেলার আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রামের আঃ হাকিম পুত্র ও মামলায় প্রধান আসামি মো. ইকবার হোসেন (৩৮)।

[৪] মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ জানায়, চাঞ্চল্য গৃহবধূ ফারজানা হত্যাকাণ্ডে ঘটনায় আসামিদের গ্রেপ্তার করতে র‌্যাব, পুলিশ ও কয়েকটি গোয়েন্দা দল মাঠে নামে। সোমবার (২৫ এপ্রিল) দিবাাগত রাতে র‌্যাবের একটি অভিযানে মামলার প্রধান আসামিকে আটক করে র‌্যাব। এছাড়া একইদিন মামলার ২, ৩  ৬ নং আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানায় ঘাতক ইকবার পেশায় একজন অটোচালক, বিভিন্ন গাড়ির বেটারী এবং গাড়ি চুরিসহ বিভিন্ন ধরণের চুরির সহ তার নামে একাধিক মামলাসহ রয়েছে। পরিকল্পনা মােতাবেক ইকবালের পূর্ব পরিকাল্পিত স্থানে ফারজানাকে হত্যা করার জন্য পূর্বেই ইকবাল ইট রেখে গিয়েছিলো সেই স্থানে আসা মাত্রই রাত ২টায় ইকবাল তাকে পিছন থেকে ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করে। একই ইট দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে। ইকবাল চলে যাওয়ার পর তার স্ত্রী জীবিত ছিল তবে রক্তক্ষরণ দেখে ভয়ে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ২৪ এপ্রিল বিষয়টি জানাযানি হলে ইকবাল রাজধানী ঢাকায় আত্মগােপনে চলে যায়।

[৬] উল্লেখ্য, গত ২৪ এপ্রিল জেলার কোতয়ালী থানার কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর (কাছার) এলাকায় পাহাড়ের পাদদেশে গৃহবধূ মােসাঃ ফারজানা বেগম (২৯) হাত মুখ বাধা অবস্থায় রক্তাক্ত লাশ  উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধুর পিতা মো.জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ৭জন বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ে করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়