শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ১১:১৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডের কাঁচা আম রপ্তানি হচ্ছে ইতালিতে

এম,ইব্রাহিম খলিল: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কাঁচা আম রপ্তানি হচ্ছে ইউরোপের দেশ ইতালিতে। মঙ্গলবার রাতে কাঁচা আমের একটি  চালান ইতালির উদ্দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন। উপজেলা  কৃষি  কর্মকর্তা  রপ্তানিকারক প্রতিষ্ঠান আদাব ইন্টারন্যাশনাল ব্যাপারে জানান। এর আগে ও  ২০ মার্চ  সীতাকুণ্ড থেকে  কাঁচা আম ইউরোপের দুই দেশ ইতালি ও সুইডেনে রপ্তানি হয়েছে ।

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো হাবিবউল্লাহ  সেগুলোর মান যাচাই করে ছাড় পত্র দেওয়ার পর এই কাঁচা  আম রপ্তানি করার জন্য  প্যাকেজিং করা হয়। রপ্তানি উপযোগি এমন আম বাছাই করে বাগান থেকে পাড়া হয়। রপ্তানির জন্য এবারও আম কেনা হয়েছে উপজেলার  দক্ষিণ ইদিলপুরের আম গাছের মলিক মাহমুদ হাসানের কাছ থেকে।  ২৭ মার্চ সোমবার বিকালে  আম গাছ থেকে   সংগ্রহ করে ঢাকায় রপ্তানিকারক প্রতিষ্ঠানে পাঠিয়েছেন।

কৃষিবিদ হাবিবুল্লাহ  বড় সাইজের আম পাড়ার পর পরিক্ষা করেন। মোড়কজাত করে ঢাকায় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নিকট পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড  থেকে ১০০ মন  কাঁচা আম রপ্তানি  হল  ইতালিতে বিকাল তিনটায়  কৃষিবিদ হাবিবুল্লাহ বলেন রপ্তানি কারক এর সময়  খুব  কম কন্টেইনার /কার্গো খালি থাকলে  ৫/১০ মন কাঁচা আমও টমাটো দিয়ে মোড়ক জাত করে রপ্তানি  করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ডের কাঁচা আম রপ্তানি হওয়ায় চাষিরা আম চাষে উৎসাহিত হবেন। আমের গুণগত মান ঠিক রাখার বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়